Jeetu-Ditipriya-Kinjal:জিতু-দিতিপ্রিয়া বিতর্কে মুখ খুললেন অভিনেতা কিঞ্জল নন্দ
সমাজমাধ্যমে জিতু-দিতিপ্রিয়ার খবর নিয়ে এখন তোলপাড়। নেটিজনদের নানানজনের নানান মত। খুব অল্প সময়ের মধ্যেই আর্য অপর্ণা অর্থাৎ অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের রসায়ন দর্শকদের মনে ধরেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই তাতে ফাটল ধরে। অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া। তাঁকে নানা সময় নানান আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। যার কারণে অভিনেত্রী তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই। দুজনেই দুজনের পোষ্টের মাধ্যমে দায়ী করেছেন একে অপরকে। জিতুকে যেমন সমর্থন জানিয়েছে নেটপাড়ার একাংশ, উল্টোদিকে অভিনেতার বিরুদ্ধেও মন্তব্য করেছেন একাধিক নেটিজেন। এবার এই বিষয়ে নাম জড়িয়ে যায় অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দের।
দেখা যায় দিতিপ্রিয়া করা একটি পোস্ট শেয়ার করেন অভিরূপ সেন নামে একজন ব্যক্তি। আর সেখানেই কমেন্ট করেছিলেন অভিনেতা কিঞ্জল নন্দ। সেখানে তিনি লেখেন,”এই ছেলেটাই আন্দোলনের সময় আমাকে খিস্তি মেরেছিল ওর ফোন ধরিনি বলে।” যদিও এর বেশি কিছু আর লেখেননি অভিনেতা। তাঁর এই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন,এটা নিয়ে কোনোরকম চর্চা হোক তিনি চান না। এটি সম্পূর্ণ তাঁর ও জিতুর ব্যক্তিগত বিষয়। নিজেদের মধ্যে সেই বিবাদ মিটিয়ে নিয়েছেন। ফেসবুকে পোস্ট করে কিঞ্জল লিখেছেন,”জীতু’র সাথে যা হয়েছে , সেটা আমার আর জীতুর ব্যাক্তিগত,আমার ও খারাপ লেগেছিল,ওর ও কিছু খারাপ লাগা ছিলো। কিন্তু সবকিছুর বাইরে গিয়ে এইটুকু বলব,ও অভিনেতা হিসেবে যথেষ্ট ভালো,মানুষ হিসেবেও। আমার আর ওর বিষয়টা আমরা মিটিয়ে নিয়েছি। সবটা মিটে যাক। সিরিয়ালটি সবাই মিলে দেখুন। ভালোবাসা রইল সবাইকে।”
সমাজমাধ্যমে জিতু কমলের চরিত্র নিয়ে যে আঙ্গুল তোলা হয়েছে, তা যে তিনি সমর্থন করছেন না, সেটা অভিনেতা কিঞ্জল নন্দের কথায় স্পষ্ট।