Kartik-Anwesa:ভারী চেহারা বলে কটাক্ষ! কার্তিক আরিয়ানের আগামী ছবিতে নায়িকা হতে চলেছেন ‘সোহাগ’ ওরফে অন্বেষা?
কার্তিক আরিয়ানের আগামী ছবিতে নায়িকা হতে চলেছেন ‘সোহাগ’ ওরফে অন্বেষা রায় মুখোপাধ্যায়?
ছোটপর্দা থেকে সোজা বলিউড! ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকে সোহাগ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। তারপর আট মাস কাজ নেই।
Rahul Banerjee:বড়সড় জালিয়াতির শিকারে রাহুল!চোখের নিমেষেই কত টাকা হারিয়ে ফেললেন অভিনেতা?
গুঞ্জন,ভারী চেহারার জন্যই নাকি কাজ পাচ্ছিলেন না তিনি। অতিরিক্ত ওজনের জন্য নানান কটাক্ষের শিকার হয়েছেন তিনি। নানান জনের নানান মন্তব্যে অবশ্য কোনোদিনই কান দেননি অভিনেত্রী। তবে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কাজ না পাওয়ার দরুণ ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তবুও হাল ছাড়েননি তিনি।
অভিনেত্রী ছাড়াও তাঁর রয়েছে আরও একটি পরিচয়। ২০১৯-এ তিনি ‘মিস প্লাস সাইজ ইন্ডিয়া’ সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন।
Aritra Dutta Banik:”আশা করি দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব…”,বহু বছর ফিরছেন অরিত্র দত্ত বণিক!
তবে এবার সরাসরি বলিউডে পাড়ি দিলেন তিনি? সূত্রের খবর,অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়ার দল তাঁকে কার্তিক আরিয়ানের আগামী ছবির জন্য পরীক্ষা দিতে ডেকেছিলেন। ছবিতে এক গুরুত্বপূর্ণ বাঙালি চরিত্রের জন্য অডিশন দিয়েছেন তিনি। যদিও এখনও ফলাফল জানা যায়নি।
তবে শুধু বলিউড নয় ডাক পেয়েছেন ছোটপর্দাতেও, স্টার জলসার নতুন ধারাবাহিকের জন্য। সুশান্ত দাসের টেন্ট প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে নাকি দেখা যাবে অভিনেত্রীকে। যদিও মুখ্য চরিত্রে নয়, তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয় করতে ইচ্ছুক হয়েছেন।
২২ জুলাই থেকে তাঁর নতুন ধারাবাহিকের শুটিং শুরু হবে। নায়কের চরিত্রে দেখা যাবে কালার্স বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘ইন্দ্রাণী’ খ্যাত রাহুল গঙ্গোপাধ্যায়কে। নায়িকা সম্ভবত নবাগতা পূর্ণা।
Prosenjit Chatterjee Controversy:ফের বিতর্কের মুখে বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এর পাশাপাশি অলকানন্দা গুহর প্রযোজনায় একটি মিনি সিরিজে অভিনয় করেছেন। ভৌতিক-রহস্যধর্মী এই সিরিজে অন্বেষার সঙ্গে অলকানন্দাও অভিনয় করেছেন। পরিচালনায় মনোজিৎ। তবে কার্তিকের ছবিতে যদি তিনি অভিনয় করেন তাহলে সেটি অভিনেত্রীর কেরিয়ারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে।