Kinjal Nanda:দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দ। ছেলে নাকি মেয়ে এল অভিনেতার ঘর আলো করে?
বাবা হলেন বাংলা সিনেমার অত্যন্ত পরিচিত মুখ কিঞ্জল নন্দ। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারেই কিঞ্জল পত্নী নম্রতার কোল আলো করে এল লক্ষ্মী। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আনন্দে আত্মহারা গোটা পরিবার। এই খুশির খবর সমাজমাধ্যমে নিজেই সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। লিখেছেন,”আমাদের ঘরে এল দ্বিতীয় সন্তান। এই বিশ্বের কাছে আমি ঋণী। আমার পরিবার, ভগবানকে ধন্যবাদ। সর্বোপরি নম্রতা ভট্টাচার্য তোমাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে অফুরন্ত ভালবাসা।”
বন্ধু-বান্ধব, সহকর্মী ও নেটনাগরিকরা শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন দম্পতিকে।
২০২২ সালে মনের মানুষ নম্রতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কিঞ্জল। বিয়ের দু’বছর পর তাঁদের ঘর আলো করে এসেছিল তাঁদের প্রথম কন্যা সন্তান। আর এবার বছর ঘুরতে না ঘুরতেই দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা। খুশিতে ডগমগ অভিনেতা।