Madhubani Goswami:’এতদিনে ডাক পেলো, সত্যি কথা তো সব জায়গায় বলা যায়না তাই…’, ‘কেরিয়ার ত্যাগ’-এর মন্তব্য করার মাস ঘুরতে না ঘুরতেই ফের ধারাবাহিকে যোগ দিলেন অভিনেত্রী? সিদ্ধান্ত বদলে আবারও কটাক্ষের মুখে অভিনেত্রী মধুবনী গোস্বামী!
অভিনয় জগতে পা রাখলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। দীর্ঘ বিরতি কাটিয়ে ‘চিরসখা’ ধারাবাহিকে উকিলের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এছাড়াও চালিয়ে যাচ্ছিলেন বিউটি পার্লার ও ভ্লগিংয়ের কাজ।
সাম্প্রতিককালে একাধিকবার চর্চায় উঠে এসেছেন তিনি। কখনও নিজের লুক, কখনও বেঁফাস মন্তব্যের জেরে একাধিকবার কটাক্ষের মুখে পড়েছেন মধুবনী। চাকুরীজীবী মায়েদের নিয়ে করা তাঁর বেফাঁস মন্তব্যকে ঘিরে নেটদুনিয়ায় উঠেছিল সমালোচনার ঝড়। “সন্তানকে ভালভাবে মানুষ করার জন্য কেরিয়ারকে বিসর্জন দেওয়ার মতো মায়েদের মন থাকতে হয়।” অভিনেত্রীর এই মন্তব্যে চটেছিলেন অনেকেই। ‘যে মায়েরা চাকরি করেন তাঁরা কি সন্তানের খেয়াল রাখেন না?’ নাকি ‘সন্তানকে ভালবাসেন না?’ এই প্রশ্ন তুলছেন অনেকেই।
সন্তানের জন্য ‘কেরিয়ার ত্যাগ’ মন্তব্য করায় রীতিমতো ট্রোলের শিকার হতে হয়েছিল মধুবনী গোস্বামীকে। তবে এই মন্তব্য করার মাস ঘুরতে না ঘুরতেই ফের ধারাবাহিকে যোগ দিলেন অভিনেত্রী।
নতুন কাজে যোগ দিতেই একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। সন্তানকে ছেড়ে কেন কাজ শুরু করেছেন তিনি? কেনই বা তাঁর হাতে স্বামীর কল্যাণের জন্য শাখা পলা নেই? এই ধরনের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে মধুবনীকে। অনেকেই কটাক্ষ করে লিখেছেন,’এই তো বেশ নিজের কাজে ফিরে এলেন। কয়েকদিন খামোখা sacrifice এর ঢাঁক পিটালেন। সত্যি ফেমাস হওয়ার জন্য কত কি করেন।’
তবে শুধু কটাক্ষই নয়, প্রিয় অভিনেত্রীকে পর্দায় ফিরে পেয়ে দারুন খুশি তাঁর বহু অনুরাগীরাই।