Madhumita Sarcar Marriage:দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা, প্রকাশ্যে আনলেন বিয়ের তারিখ!
টলিপাড়ায় বাজতে চলেছে নতুন বিয়ের সানাই! দ্বিতীয়বার আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ফের নতুন দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী
তিনি প্রথম বিয়ে করেছিলেন অনেক ছোট বয়সেই। অভিনেত্রীর প্রথম ধারাবাহিক “সবিনয় নিবেদন”-এ কাজ করতে গিয়েই আলাপ হয়েছিল তাঁর প্রথম স্বামী অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপরে বন্ধুত্ব গড়ায় প্রেমে। তারপরেই আর দেরি না করে নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত ২০১৫ সালে ।
Debchandrima-Arjun:’আড্ডাটাইমস’-এর হাত ধরে নতুন ওয়েব সিরিজে ফিরছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়
তাঁরা সেই সময় বিনা আড়ম্বরেই বিয়ে সেরেছিলেন বাঙালি রীতি মেনেই।একসাথে থাকবেন বলে দুজনের উপার্জিত অর্থে কিনেছিলেন তাঁদের স্বপ্নের ফ্ল্যাট বাড়ি। কিন্তু তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। অবশেষে সম্পর্কের শেষ পরিণতি ঘটে বিচ্ছেদে ২০১৯ সালে।
তারপরে অভিনেত্রীর সাথে অনেকের নাম জড়ালেও অভিনেত্রী তা কখনও স্বীকার করেননি। তা ছিল কেবলই জল্পনা মাত্র। বিবাহবিচ্ছেদের দীর্ঘ ৬ বছর পর অবশেষে গত বছর পুজোর আগে অভিনেত্রী প্রকাশ্যে আনেন তাঁর নতুন ভালোবাসার মানুষকে।
তারপর থেকে অনুরাগীদের সামনে কিছুই আড়াল করেননি অভিনেত্রী। পাহাড়ে ঘুরতে যাওয়া থেকে তাঁদের ভালবাসার মুহূর্ত, খুনসুটি সবই তাঁর সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন অভিনেত্রী।
অভিনেত্রীর বর্তমান প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাঁধা পড়তে চলেছেন সাত পাকে। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, এই বছরই অভিনেত্রী বসছেন বিয়ের পিঁড়িতে। এবছরের ৫ ই ডিসেম্বর বিয়ে ও ৭ ই ডিসেম্বর আয়োজন করা হয়েছে বৌভাতের অনুষ্ঠানের।
আশা করা যাচ্ছে এবার অভিনেত্রী বেশ জমকালো ভাবেই সারবেন বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বসবে তারকাদের চাঁদের হাট। খবর প্রকাশ্যে আসতেই এখন অপেক্ষাতেই দিন গুনছেন এই জুটির অনুরাগীরা।