Mainak Banerjee:”দু’বছর হয়ে গিয়েছে তারপরেও মানুষের এই ভালোবাসা, এটা যে কত বড় পাওনা…”,দর্শকের কাছে থেকে উপহার পেয়ে আবেগে ভাসলেন অভিনেতা মৈনাক, কোন বিশেষ প্রাপ্তির কথা জানালেন তিনি?

Spread the love

Mainak Banerjee:”দু’বছর হয়ে গিয়েছে তারপরেও মানুষের এই ভালোবাসা, এটা যে কত বড় পাওনা…”,দর্শকের কাছে থেকে উপহার পেয়ে আবেগে ভাসলেন অভিনেতা মৈনাক, কোন বিশেষ প্রাপ্তির কথা জানালেন তিনি?

ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ,টলিপাড়ার অতি পরিচিত মুখ অভিনেতা মৈনাক ব্যানার্জী। ২০২৩ সালে শুরু হয়েছিল জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকে মৈনাক ‘সৌরনীল’ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অভিনেতা। দর্শকদের কাছে থেকে পেয়েছিলেন অসংখ্য ভালোবাসা। ধারাবাহিকটি শেষ হয় ২০২৪ সালের ৯ মার্চ।

কিন্তু শেষ হয়েও কমেনি ধারাবাহিকের জনপ্রিয়তা। আজও দর্শকদের মনের মণিকোঠায় ‘সৌরনীল’ চরিত্রটি জ্বলজ্বল করছে। আজও ভুলতে পারেননি অনুরাগীরা অভিনেতার সেই সাবলীল অভিনয়। ‘মেঘ’ ও ‘নীল’-এর সেই অসাধারণ রসায়ন।

আরও পড়ুন:Raja-Madhubani:’শাঁখা-পলা, সিঁদুর নেই, এখন কী স্বামীর মঙ্গলের কথা ভাবছেন না?’, নেটিজেনদের কটাক্ষে পাল্টা উত্তর দিলেন মধুবনী

২০২৩ সালে শুরু হওয়া সেই ধারাবাহিকের প্রতি এক ভক্তের ভালোবাসার ছবি সমাজমাধ্যমের পাতায় তুলে ধরলেন মৈনাক নিজেই। তাঁর ভক্তের লেখা সেই মেসেজের স্ক্রিনশট পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। মৈনাককে মেসেজ করে সেই ভক্ত বলেন,”এটা হয়ত খুবই সাধারণ একটা কথা কিন্তু আমার ঠাকুমা ইচ্ছে পুতুল ধারাবাহিকের ভীষণ বড় ভক্ত ছিলেন। আমি খুব একটা ধারাবাহিক দেখি না কিন্তু আমি ওঁকে শিখিয়ে দিয়েছিলাম অনলাইনে কীভাবে এপিসোড দেখতে হয়। আর পাঁচটা সাধারণ ধারাবাহিকের থেকে এর গল্প অনেকটাই আলাদা ছিল। সব থেকে ভালো লাগবে আপনার অভিনয়। শুভকামনা আপনাকে।”

ভক্তের মেসেজের রিপ্লাই দিয়ে মৈনাক লেখেন,”অনেক অনেক ধন্যবাদ। আপনার ঠাকুমাকে আমার প্রণাম জানাবেন।”

তাঁদের এই কথোপকথনের ছবিটি পোস্ট করে ক্যাপশনে মৈনাক লেখেন,”ইচ্ছে পুতুল শুরু হয়েছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। দু’বছর হয়ে গিয়েছে তার পরেও মানুষের এই ভালোবাসা, এটা যে কত বড় পাওনা একজন অভিনেতার কাছে সেটা বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ অর্ক গঙ্গোপাধ্যায়, শিল্পী মিত্র দি। থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।”

আরও পড়ুন:Abhika Malakar:রাজ চক্রবর্তীর হাত ধরে পর্দায় ফিরছেন অভিকা মালাকার? কী বললেন নায়িকা?

অনুরাগীদের কাছে থেকে এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন অভিনেতা।

 

Leave a Comment