Mamata Shankar – Debleena Dutt:”এই গানের সঙ্গে ‘চন্ডালিকা’র কোন সম্পর্ক নেই,আমার কথাটাই বাদ দিয়ে দেওয়া হল…” দেবলীনার ‘চন্ডালিকা’ বিতর্কে মুখ খুললেন মমতা শংকর!
“আমি বারবার বলেও ছিলাম যে,আমার ভাল লাগেনি,আমার কথাটাই বাদ দিয়ে দেওয়া হল…”, দেবলীনার ‘চণ্ডালিকা’ বিতর্কে মুখ খুললেন মমতা শঙ্কর!
রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’র সঙ্গে হিন্দি ছবির গান! যা নিয়ে তুমুল সমালোচনার ঝড় নেটপড়ায়।
‘ডান্স বাংলা ডান্স’-এর এই বিশেষ পর্বে প্রতিযোগীদের সঙ্গে দেখা গিয়েছে টলিপাড়ার অনেককে। সেখানে প্রতিযোগী অনুষ্কার সঙ্গে পারফর্ম করেছেন দেবলীনা দত্ত। আর তাঁদের উপস্থাপনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’র সঙ্গে হিন্দি ছবির গান,যা দেখে বিরক্ত দর্শক থেকে টলিপাড়ার অন্দরের অনেকেই।
Debleena Dutt:”বয়কট করা হোক,ছি! কিছু বলার নেই। সংস্কৃতির মানকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?…”
এই বিশেষ পর্বের বিশেষ অতিথি ছিলেন মমতা শঙ্কর। যদিও তিনি এই নাচের তীব্র বিরোধিতা করেছিলেন। তবে মমতা শঙ্করের দিকে অনেকেই আঙুল তুলেছেন। নিন্দেও করছেন। প্রশ্ন তুলেছেন,কী করে এই পরিবেশন দেখে সবাই প্রশংসা করছেন?
এরই মাঝে বিরক্তি প্রকাশ করেছেন মমতা শঙ্কর। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো করে নিজের বক্তব্য তুলে ধরেছেন সবার সামনে। তিনি বলেন,”ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন, যতটা আমার উপর হতাশ হয়েছেন, তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি। আমি ভাবতে পারছি না কিভাবে আপনাদের সামনে প্রমাণ করব সেখানে ওই ‘চন্ডালিকা’ দেখে আমি কি বলেছিলাম।
Phulki Serial-Devyani:বক্সার থেকে সোজা রাজরাণী! তীব্র রোষের মুখে ধারাবাহিকের চিত্রনাট্য
সেখানে সবাই ছিলেন,সেখানে সবার সামনে আমি বলেছিলাম এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। এটা ঠিক নয়। এই গানের সঙ্গে চণ্ডালিকার কোন সম্পর্ক নেই। কিন্তু সেখানে আমার কথাটাকে পুরো বাদ দিয়ে। আমি জানি এটা কখনও আমারটা দেখানো হবে না। কারণ সেখানেও এডিট করে দেখানো হবে হয়ত। কারণ চ্যানেল কখনওই চাইবে না যে,তাদের এই ব্যাপারটাকে আমি এইভাবে যে বলছি, সেটা বলা হোক।
আপনাদের কাছে কী করে প্রমাণ করব জানি না। যাঁদের আমার উপর আস্থা আছে তাঁরা নিশ্চয়ই বুঝবেন, যেটা আমি মন থেকে বিশ্বাস করি সেটাই বলি। আমার কথাটাই বাদ দিয়ে দেওয়া হল। অনেকে আমায় যে ভাবে আক্রমণ করেছেন। আমার স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী জানেন, আমরা কী বিশ্বাস করি আর কী করি না।”
তাঁর কথায়,অনেকবার বারণ করার সত্ত্বেও তাঁর বক্তব্য কেটে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের ভিত্তিতে যেন তাঁর ভাবনাচিন্তা নিয়ে প্রশ্ন না তোলা হয়।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,”খুব খারাপ ব্যাপার হয়েছে। আমি বারবার বলেও ছিলাম যে, আমার ভাল লাগেনি। সেখানেই বলেছিলাম। চণ্ডালিকার সঙ্গে এই গান যায় না। একেবারেই ঠিক হয়নি। আমার সব কথাগুলো কেটে দেওয়া হয়েছে উল্টে। আমার সঙ্গে অনেকেই সহমত ছিলেন। একদম ভাল কাজ হয়নি। যা যা বলেছিলাম কোনও কিছু রাখা হয়নি।”