Mamata Shankar Latest Interview:“শহরের মেয়েদের কুরুচিকর পোশাকের কারণে বিকৃত মনস্ক ব্যক্তিদের যৌন লালসার শিকার হচ্ছে কোন নিরীহ অসহায় গ্রাম্য মেয়ে!” মন্তব্য করেই ফের রোষের মুখে অভিনেত্রী!

Spread the love

Mamata Shankar Latest Interview:“শহরের মেয়েদের কুরুচিকর পোশাকের কারণে বিকৃত মনস্ক ব্যক্তিদের যৌন লালসার শিকার হচ্ছে কোন নিরীহ অসহায় গ্রাম্য মেয়ে!” মন্তব্য করেই ফের রোষের মুখে অভিনেত্রী!

“শহরের মেয়েদের কুরুচিকর পোশাকের কারণে বিকৃত মনস্ক ব্যক্তিদের যৌন লালসার শিকার হচ্ছে কোন নিরীহ অসহায় গ্রাম্য মেয়ে!” আবারও এধরনের বিতর্কিত মন্তব্য করে বেশ সমালোচিত বর্ষীয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর।

আরও পড়ুন:Mamata Shankar -Debleena Dutt:”এই গানের সঙ্গে ‘চন্ডালিকা’র কোন সম্পর্ক নেই,আমার কথাটাই বাদ দিয়ে দেওয়া হল…” দেবলীনার ‘চন্ডালিকা’ বিতর্কে মুখ খুললেন মমতা শংকর!

বর্ষীয়াণ অভিনেত্রী তথা জনপ্রিয় নৃত্যশিল্পী মমতা শঙ্কর বেশ রুচিশীলা মহিলা হিসেবে পরিচিত দর্শকমহলে। কিন্তু তিনি নিজে একজন মহিলা হয়ে, তাঁর অপর নারীদের প্রতি কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বললে বিতর্কের সৃষ্টি হয় দর্শকমহলে। কিছুজন তাঁকে সমর্থন করলেও,এই যুগে এসে তাঁর এমন চিন্তাধারার বিরোধিতাও করেছেন অনেকে।

সাম্প্রতিক ঘটনাও তাঁর ব্যতিক্রমী নয়। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক একক সাক্ষাৎকারে তাঁর বেশ কিছু বিবৃতিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

আরও পড়ুন:Mamata Shankar -Debleena Dutt:”এই গানের সঙ্গে ‘চন্ডালিকা’র কোন সম্পর্ক নেই,আমার কথাটাই বাদ দিয়ে দেওয়া হল…” দেবলীনার ‘চন্ডালিকা’ বিতর্কে মুখ খুললেন মমতা শংকর!

তিনি সেই সাক্ষাৎকারে জানিয়েছেন “তিনি বর্তমান যুগে এসেও এতটা আধুনিক হয়ে উঠতে পারেননি যেখানে তিনি তাঁর বাবা , ছেলে কিংবা পুরুষ বন্ধুকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনে আনতে বলতে পারেন”। অভিনেত্রীর এমন মন্তব্যের অনেকেই বিরোধিতা করে বলেছেন “স্যানিটারি ন্যাপকিন মেয়েদের একটা মৌলিক চাহিদা তা জরুরি অবস্থায় প্রয়োজন হলে যেকোনো পুরুষই তাঁকে সাহায্য করতে পারে।”

তিনি বর্তমানে সমাজের প্রচারমূলক কিছু কাজকেও সমালোচনা করেছেন যেমন “মেয়েদের অন্তর্বাস পরিহিত ছবি কি সত্যিই প্রয়োজন, ব্যবসার বর্তমান মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য ?” কিংবা স্যানিটারি ন্যাপকিনের প্রচারে লাল রং ব্যবহার করা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন:Susmita Roy:”জন্মদিনের দিন বিচ্ছেদের ঘোষণা এটা সব্যসাচীর সিদ্ধান্ত ছিল,মাকেও নানাভাবে কটাক্ষ করা হচ্ছে…”,ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেত্রী, সঙ্গে মায়ের নাম জড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি!

তিনি বলেন “শহরের মেয়েদের কুরুচিকর পোশাক পরিধানের কারণে বিকৃত মনস্ক ব্যক্তিদের যৌন লালসার শিকার হচ্ছে কোন নিরীহ অসহায় গ্রাম্য মেয়ে!” তাঁর এধরনের মন্তব্য শুনে বেশ ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। তিনি পরোক্ষভাবে মহিলাদের পোশাককেই দায়ী করছেন ধ/র্ষ/ণে/র জন্য! দাবি একাংশের ।

তিনি সম্প্রতি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তাই অনেকেই তাঁর এই ধরনের মন্তব্য শুনে মনে করছেন তাঁর বিশেষ কোনও রাজনৈতিক দলে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান “তিনি বাইরের রাজনীতি বিন্দুমাত্র বোঝেন না। তাই তাঁকে দিয়ে যদি কেউ মনে করেন কোনো ভালো কাজ করাতে চান তাহলে সে অবশ্যই সেই কাজ করবেন। কিন্তু কোন রাজনীতির রং তিনি নিজের গায়ে লাগতে দিতে চান না।”

আরও পড়ুন:Dance Controversy:রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের সঙ্গে হিন্দি গান! বেজায় চটলেন মানসী, মালবিকারা,বিতর্কের মুখে কী বললেন দেবলীনা দত্ত?

সেই সাথে তিনি আরও বলেন “তিনি বাইরের রাজনীতি না বুঝলেও সংসারের কিংবা পেশাগত জীবনে রাজনীতি বেশ ভালো বোঝেন। কে,কখন কি দরকারে নিজের স্বার্থে কি কাজ করতে পারেন, তা খুব স্পষ্টতই বুঝতে পারেন অভিনেত্রী।

আরও পড়ুন:Tiyasha-Sohail-Relationship:হবু শাশুড়ির সঙ্গে উদ্দাম নাচ তিয়াশার,অন্যদিকে প্রেমিক সোহেল কিভাবে যত্ন নেয় তাঁর?কি জানালেন অভিনেত্রী?

Leave a Comment