Mamata shankar Controversy:”অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তারা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে…” ,নাম না করে স্যানিটারি ন্যাপকিন বিতর্কে পিসি মমতা শঙ্করকে বিঁধলেন ভাইঝি শ্রীনন্দা শঙ্কর!

Spread the love

Mamata shankar Controversy:”অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তারা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে…” ,নাম না করে স্যানিটারি ন্যাপকিন বিতর্কে পিসি মমতা শঙ্করকে বিঁধলেন ভাইঝি শ্রীনন্দা শঙ্কর!

বাংলার একটা বড় অংশের মানুষের কাছে রীতিমতো অসহ্যকর ব্যক্তিত্ব হয়ে উঠেছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর। বর্তমানে তাঁর বেশ কিছু মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন সাধারণ মানুষ থেকে তারকারা।

আরও পড়ুন:Mamata shankar On Urfi Javed Surgery:বর্তমানে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়ানোর নেতিবাচক প্রভাব নিয়ে কী মত দিলেন মমতা শঙ্কর?

অনেকেই তাঁকে ‘প্রাচীনপন্থী’ বলে দাগিয়ে দেওয়া দিয়েছেন। সময়ের সাথে নিজেকে পাল্টাতে পারেননি তিনি,এমনটাই দাবি নেটিজেনদের। শাড়ির আঁচল নিয়ে হোক বা বাড়ির পুরুষদের দিয়ে স্যানিটারি প্যাড কেনানো বা ছেলেমেয়েদেরকে গুড টাচ আর ব্যাড টাচ শেখানো নিয়ে প্রশ্ন ছুড়েছিলেন। তাঁর এমন সব মন্তব্য ভাইরাল হতেই কটাক্ষের ঝড় ওঠে তাঁকে নিয়ে।

এবার সেই সুরেই সুর মেলালেন মমতা শঙ্করের ভাইঝি শ্রীনন্দা শঙ্কর? শ্রীনন্দা নিজের সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করেছেন। যা নিয়ে শোরগোল নেটপাড়ায়। সরাসরি কারও নাম না করলেও অনেকেই মনে করছেন তাঁর পোস্টের কেন্দ্রে রয়েছেন পিসি মমতা শঙ্করই।

আরও পড়ুন:Mamata Shankar Latest Interview:“শহরের মেয়েদের কুরুচিকর পোশাকের কারণে বিকৃত মনস্ক ব্যক্তিদের যৌন লালসার শিকার হচ্ছে কোন নিরীহ অসহায় গ্রাম্য মেয়ে!” মন্তব্য করেই ফের রোষের মুখে অভিনেত্রী!

তিনি লেখেন,”বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না — তার চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তার চরিত্র ভেবে নিত। তারকাদের রাগ-অভিমান এখন পুরনো হয়ে গেছে। আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল। কিন্তু সমস্যা হলো, অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তারা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে।”

তাঁর এই মন্তব্যে অনেকেই সহমত জানিয়েছেন। আবার অনেকেই বলেছেন,’সরাসরি কাউকে আক্রমণ না করেও অনেক কথা বলা যায়, এই পোস্ট তার উদাহরণ। শ্রদ্ধা জানালাম।’

Leave a Comment