Mithu Chakrabarty:”আলাদা থাকার ক্ষমতা থাকলেই তবেই বিয়ে করো…” এক ছাদের নীচে ছেলে বউদের সঙ্গে থাকতে চাননি অভিনেত্রী মিঠু চক্রবর্তী। কেন শাশুড়ি হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নেন তিনি?

Spread the love

Mithu Chakrabarty:”আলাদা থাকার ক্ষমতা থাকলেই তবেই বিয়ে করো…” এক ছাদের নীচে ছেলে বউদের সঙ্গে থাকতে চাননি অভিনেত্রী মিঠু চক্রবর্তী। কেন শাশুড়ি হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নেন তিনি?

ক্যান্সারকে হারিয়ে আবারও নিজেকে নতুনভাবে পর্দার সামনে তুলে ধরেছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু চক্রবর্তী। অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী তিনি। ২৩ বছর বয়সে শ্বশুরবাড়িতে নতুন বউ হিসেবে আসেন তিনি। শাশুড়িকে নিয়ে প্রায় ৩০ বছর সংসার করেছেন। জীবনের দীর্ঘ লড়াইয়ে পাশে পেয়েছেন স্বামী ও তার দুই ছেলেকে।

তবে সমাজের সামনে যেন এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরলেন বাংলার বর্ষীয়ান এই অভিনেত্রী। দুই ছেলের বিয়ের আগেই এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

Tiyasha-Sohail-Relationship:হবু শাশুড়ির সঙ্গে উদ্দাম নাচ তিয়াশার,অন্যদিকে প্রেমিক সোহেল কিভাবে যত্ন নেয় তাঁর?কি জানালেন অভিনেত্রী?

সম্প্রতি রাহুল বন্দ্যোপাধ্যায়ের শোয়ে এসেই নিজের শাশুড়ি হওয়ার গল্প সম্পর্কে জানালেন। যেখানে রাহুল বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেন,”গৌরব ও অর্জুনের বিয়ের সময় তুমি বলেছিলে বিয়ে করবে কিন্তু নিজের বাড়িতে, আমরা একসাথে থেকে অশান্তি করব না, তার থেকে আলাদা থেকে ভালো থাকব। এই সিদ্ধান্তের কারণ কি ছিল?”

অভিনেত্রীর কথায়,মা হিসেবে তিনি সন্তানদের আঁচলে বেঁধে রাখতে চাননি। ছোট থেকেই ছেলেদের জানিয়েছিলেন বিয়ে করার আগে তাঁদের কী করতে হবে। বাড়িতে বউ নিয়ে আসবে ছেলেরা, কিন্তু অশান্তি শুরু হবে,সেই নিয়েই আগে থেকে নিয়ম বানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন,”এই অনুভূতিটা খুব অদ্ভুত হয়েছিল। ঘর ভর্তি বাঙালি মায়ের সামনে যখন আমি এই কথাটা বলেছিলাম। তাঁরা সবাই বাঁকা নজরে তাকিয়েছিল আমার দিকে। ভাবছিল কী বলছে! কিন্তু ওরা যখন খুব ছোট,যেদিন থেকে বুঝতে শিখেছে, সেদিন থেকেই আমি বলেছিলাম যদি আলাদা থাকার ক্ষমতা রাখো তাহলেই বিয়ে করো।”

Satyajit Ray:”মহম্মদ ইউনুসের তত্ত্বাবধানে এরা ভারতরত্ন সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে ফেলল কোন আক্কেলে!আসলে ওরা শিল্পকে ভয় পায়…” ,গর্জে উঠলেন রূপালি গঙ্গোপাধ্যায়

অভিনেত্রীর শাশুড়িও নাকি বলেছিলেন, “তুমি কি আমার সঙ্গে থাকোনি?” এই উত্তরে কিন্তু তিনি সাফ জানিয়েছিলেন, সেসব যুগ এখন চলে গিয়েছে। তাঁকে আরও বলতে শোনা গেল,”আমি বলেছিলাম যে মা,আমি তোমার মত ভাল শাশুড়ি হব এর কোনও গ্যারান্টি নেই। আমার মনে হতেই পারে, দেখো আমার ছেলেটাকে ঠিক করে খেতে দিল না।

আর ছোট ছোট ফ্ল্যাট। পাশের ঘরে শশুর শাশুড়ি ঝগড়া করছে আর এ ঘরে ওরা শুনছে। আমার অন্যদিকে এঘরে ওদের অশান্তি হচ্ছে, আমরা শুনছি। ওদের একদিন মনে হতেই পারে যে পার্টি করব। হয়ত আমরা বিরক্ত হলাম। রাত ১১-১২টা অবধি আমরা রেগে যেতেই পারি। সেজন্য বুঝেছিলাম আর ওদের বলেছিলাম যেদিন আলাদা থাকতে পারবে সেদিন বিয়ে করো। এইসব নানান কিছু ভেবে আমি বলেছিলাম,যখন বুঝবে যে আলাদা থাকার ক্ষমতা আছে,তখনই বিয়ে করবে। ওরা দুজনেই সেটা করেছে। রোজগার করতে শুরু করেছে তারপর ভাবনা চিন্তা করেছে।”

অভিনেত্রী এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ক’জন মা এরকম সিদ্ধান্ত নিতে পারেন?

Trina Saha Controversy:“আমার বাংলা খুব খারাপ, বাংলা বর্ণ পরিচয় পড়িয়েছেন প্রথম ধারাবাহিকের প্রযোজক!” – বাঙালি ঘরে বড় হয়েও অভিনেত্রীর মুখে একথা শুনে বেজায় চটেছেন দর্শক

Leave a Comment