Nabanita-Ditipriya-Jeetu:জিতু-দিতিপ্রিয়ার বিবাদ জারি,এর মাঝেই মুখ খুললেন অভিনেতার প্রাক্তন স্ত্রী নবনীতা! কার পাশে দাঁড়ালেন তিনি?
জিতু-দিতিপ্রিয়ার ঠান্ডা লড়াইয়ের মাঝেই মুখ খুললেন অভিনেতার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস! কার পাশে দাঁড়ালেন তিনি?
জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের বিবাদ তুঙ্গে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল তাঁদের হোয়াটসঅ্যাপের কথোপকথন। কিছুদিন আগে অভিনেত্রী অভিযোগ এনেছিলেন জিতু কমল তাঁকে অশালীন কিছু মন্তব্য করেছেন। অভিনেতা নাকি ইয়ার্কির মাত্রা ছাড়িয়ে গেছেন। যার জেরেই অভিনেতা নিজেই তাঁদের হোয়াটসঅ্যাপে কথোপকথনের ছবি পোস্ট করেছিলেন তাঁর সমাজমাধ্যমের পাতায়।
এছাড়া অভিনেতা জানিয়েছেন,বাচ্চা মেয়ে। তাই এরকমটা করে ফেলেছে। সঠিক সময় আসুক আমিও,এর জবাব দেব। সহঅভিনেত্রীর সঙ্গে তো ঠাট্টা, ইয়ার্কি করাই যায়, ও বাচ্চা মেয়ে তাই বুঝতে পারেনি। অভিনেতা এটাও দাবি করেন যে নিজের বুদ্ধিতে নয়, বরং অন্য কারোর প্ররোচনাতেই তাঁর বিরোধিতা করছেন দিতিপ্রিয়া। অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়াচ্ছেন আবার অনেকেই ন্যাকা বলে সম্মোধন করছেন তাঁকে। এই বিতর্কের মাঝেই কী জানালেন জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস?
অভিনেত্রী জানান,”আমি ওকে নিপাট ভাল মানুষ বলেই চিনি। আমাদের সম্পর্ক থাকাকালীনও ও এরকম কিছু করেনি, যার জন্য ওর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। তাই ওর নামে এরকম অভিযোগ শুনে অবাকই হচ্ছি।” বিচ্ছেদ হলেও জিতুর স্বভাব,চরিত্রের দিক থেকে তিনি যে নিপাট একজন ভদ্রলোক, তা অভিনেত্রীর কথায় স্পষ্ট।
তিনি আরও জানান,”জিতু আগাগোড়াই স্বল্পভাষী। নিজের ওজন বুঝে কথা বলেন। জিতু সেটে খুব বেশি কথা কখনওই বলে না। ওর ব্যক্তিত্ব সেরকম নয়। ও বেশিরভাগ সময়ই নিজের মতো থাকে। তবে ওর রসবোধ খুব সূক্ষ্ণ। কিন্তু তা বেশি কথা বলে বোঝাবার দরকার হয় না।”
একসময় পর্দায় জিতুর সাথে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন নবনীতা। দিতিপ্রিয়া অভিযোগ এনেছিলেন, তাঁর চিকিৎসকের কাছে যাওয়ার কথা শুনে জিতু জানতে চেয়েছিলেন, নায়িকা প্রেগন্যান্ট কি না? তাঁর এই মন্তব্যকে অশালীন বলেই দাবি করেন দিতিপ্রিয়া। সেক্ষেত্রে, জিতুর পক্ষ নিয়ে কথা বললেও দিতিপ্রিয়ার খারাপ লাগাকে সম্পূ্র্ণভাবে এড়িয়ে যাননি নবনীতা।প্রাক্তন স্বামীর উপর আনা তাঁর সহঅভিনেত্রীর এই অভিযোগ নিয়ে তিনি জানান,”দিতিপ্রিয়া বয়সে অনেকটাই ছোট। যেটা অনেকের কাছে নিছক ইয়ার্কি, তা ওর খারাপ লাগতেই পারে। তা ছাড়া কার ঠিক কতটা ইয়ার্কি নেওয়া ক্ষমতা থাকবে, সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। তাই ওর খারাপ লেগে থাকলে সেটাও উড়িয়ে দেওয়া ঠিক নয়।”
আরও পড়ুন:Dev-Subhashree:দীর্ঘ ৯ বছর পর আবার মুখোমুখি, প্রথম দেখাতেই একে অপরের সাথে কী কথা বললেন দেব-শুভশ্রীর?
২০২৩ সালে বিচ্ছেদ হয় জিতু-নবনীতার। পথ আলাদা হলেও প্রাক্তন স্বামীর প্রতি তাঁর বিশ্বাস আজও অটুট।