Nusrat Jahan:রান্নায় পটু ছেলে! গর্বিত মা নুসরাত কী লিখলেন?

Spread the love

এখনও ৪ বছর বয়স হয়নি, তার মধ্যেই ছেলের কাণ্ড দেখে অবাক নুসরাত!গর্বিত মা কি লিখলেন সমাজমাধ্যমে?

যশ ও নুসরাতের চোখের মণি তাঁদের ছেলে ঈশান। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বয়স হবে চার। ছেলের ছোট থেকে বড় হওয়ার কোনও মুহূর্তই হারাতে চান না নায়িকা। তাই আগের চেয়ে কাজের পরিমাণও কমিয়ে দিয়েছেন তিনি। চেষ্টা করেন যত বেশি সময় ছেলের সাথে কাটানো যায়। ছেলের ছোট ছোট সাফল্যগুলি সবসময় উপভোগ করার চেষ্টা করেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে,থালায় রয়েছে দুটো আটার রুটি। অনেকেই ভাবতে পারেন এই স্যাঁকা রুটির ছবি, হঠাৎ করে কেন দিলেন অভিনত্রী?

ছবিটি পোস্ট করেই অভিনেত্রী লেখেন,”যখন ছেলে তার মায়ের জন্য রান্না করে। আমি ধন্য।” দক্ষ হাতে একরত্তি রুটি তৈরি করেছে! নেটিজেনরা দেখেই অবাক।

তবে অনেকেই দাবি করেছেন ঈশান তাঁর মায়ের গুণ পেয়েছে। বিরিয়ানি থেকে কেক,নায়িকা রান্নায় পারদর্শী। এত কম বয়সে ঈশানের এই গুণ দেখে অনেকেই অভিনেত্রীকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Comment