Pallavi Sharma:অভিনেত্রীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের বাড়বাড়ন্ত! অভিনেত্রীর হয়ে সারছেন গোপনে আলাপচারিতা।অবশেষে সমাজমাধ্যমে অনুরাগীদের দ্বারস্থ অভিনেত্রী পল্লবী শর্মা।
টেলি অভিনেত্রী পল্লবী শর্মা বাংলা টেলিভিশনের ছোটপর্দায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর ষ্টার জলসার “জবা” ও জি বাংলার ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে “পর্না” চরিত্রগুলো এখনও যেন ধারাবাহিকপ্রেমীদের কাছে জীবন্ত।
তিনি ছোটবেলাতেই তাঁর বাবা-মাকে হারান তারপর নিজের পড়াশোনা শেষ করে বেছে নেন রূপোলি পর্দার অভিনয় জীবন। তাই তিনি বলেন “বর্তমানে খুব খারাপ কিছুও তাঁকে সহজে দমিয়ে দিতে পারে না। কারণ তিনি কোন করেন বাবা-মা হারানোর থেকে খারাপ কিছু জীবনে হতে পারে না। আর তিনি সেই কষ্টের সম্মুখীন হয়েছিলেন অনেক ছোটবেলাতেই, তাই বর্তমানে তিনি স্থিত। যা ভালো লাগে না তা এড়িয়ে চলেন।”
তবে সম্প্রতি একটি একান্তে সাক্ষাৎকারে জানিয়েছেন সমাজমাধ্যমে তাঁর কিছু তিক্ত অভিজ্ঞতার কথা।
তিনি জানান তিনি নিজের কর্মজীবন ও ব্যক্তিগত পরিসরেই নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন। তাই তিনি এখনকার সেলিব্রিটিদের মতো ভার্চুয়াল জগতে অতটা স্বাচ্ছন্দ্য নয়। তাই সোশ্যাল মিডিয়ায় তিনি স্বভাবতই সক্রিয় নন।
ফলত এই সুযোগেই অনেকদিন যাবৎ অভিনেত্রীর নামেই (পল্লবী শর্মা) গজিয়ে উঠেছে বেশ কিছু ফেক প্রোফাইল। তাঁর মধ্যে একটি অ্যাকাউন্ট সম্প্রতি বেশ মাথাচড়া দিয়েও উঠেছে। সেই অ্যাকাউন্টের ফলোয়ার্স ও এতটাই বেশি যা অভিনেত্রী অনেক চেষ্টা (ব্লক-রিপোর্ট) করে, অবশেষে আইনি পদক্ষেপ গ্রহণ করেও পাননি কোনো বিশেষ সুরাহা।
তিনি অভিযোগ করেন “তাঁর নাম করে সেই প্রোফাইল থেকে ব্যক্তিগতভাবে সকলের সাথে কথা বলা হচ্ছে, গোপনে ছবি চাওয়া হচ্ছে।”
তাই এবার তিনি সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে সেই সাক্ষাৎকারে তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে বলেন “তাঁর ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর নিজের নাম (Pallavi Sharma) ভেরিফাইড একটাই অ্যাকাউন্ট রয়েছে। তাঁর অনুরাগীরা চাইলে তাঁকে যেন সেখানেই ফলো করেন। অযথা কোনো ফেক অ্যাকাউন্টে এভাবে যেন ফলো না করা হয়, তাতে অভিনেত্রী ও তাঁর অনুরাগীদের দুতরফেই অসুবিধা হতে পারে।”