Phulki Serial Controversy:মাউথ অর্গান থেকে বের হচ্ছে বেহালার সুর! তাজ্জব ব্যাপার ঘটালেন ‘ফুলকি’র বড় ‘রাজাবাবু’, তাই দেখে হাসির রোল সমাজমাধ্যমে

Spread the love

Phulki Serial Controversy:মাউথ অর্গান থেকে বের হচ্ছে বেহালার সুর! তাজ্জব ব্যাপার ঘটালেন ‘ফুলকি’র বড় ‘রাজাবাবু’, তাই দেখে হাসির রোল সমাজমাধ্যমে।

আরও পড়ুন:Phulki Serial-Devyani:বক্সার থেকে সোজা রাজরাণী! তীব্র রোষের মুখে ধারাবাহিকের চিত্রনাট্

সম্প্রতি জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে দেখানো হচ্ছে ধারাবাহিকের নায়িকা “ফুলকি” তাঁর নিজের পরিবারকে ফিরে পেয়েছে।শুধু তাই নয়, সে ফিরে পেয়েছে নিজের বংশ পরিচয়, রাজবংশের উত্তরসূরী সে।

রাজবংশের বড় রাজার মেয়ে ‘ফুলকি’। কিন্তু ধারাবাহিকের কালের নিয়মে ষড়যন্ত্রের শিকার হয়ে বড় রাজাবাবু হারিয়েছেন স্মৃতি। আগের কোনও কথাই তাঁর মনে পড়ে না ঠিক মতো।

সে অতীতে ভালো মাউথ অর্গান বাজাত। তাই তাঁকে আবারও মাউথ অর্গান বাজাতে বলা হয় ধারাবাহিকে। তিনি মাউথ অর্গান বাজালে অনুরাগীদের মধ্যে ওঠে হাসির রোল।ধারাবাহিকের এই দৃশ্য এখন সমাজমাধ্যমে কার্যত চর্চার বিষয়।

ধারাবাহিকে সম্প্রতি প্রচারিত হয় সেই দৃশ্য যেখানে দেখা যায় নায়িকা “ফুলকির” বাবা অর্থাৎ বড় রাজাবাবু মাউথ অর্গান বাজাচ্ছেন আর ধারাবাহিকে ব্যাকগ্রাউন্ডে বাজছে বেহালার সুর। এই দেখে তাজ্জব হয়েছেন দর্শকরা। আবার নিদারুণ হতাশ ও বিরক্ত হয়েছেন ধারাবাহিকপ্রেমীরা।

কিছুদিন আগেও এই ধারাবাহিকে বর্তমান সময় দাঁড়িয়ে নায়িকার হাতে রাজদণ্ড দেখে নিরাশ হয়েছিলেন অনেকেই। ধারাবাহিকের চিত্রনাট্য নিয়েও উঠেছিল প্রশ্ন।আবারও কিছুদিনের ব্যবধানেই এই ধারাবাহিকের পর্যবেক্ষণ নিয়ে উঠে আসছে নানান প্রশ্ন!

এই দৃশ্য সম্প্রচারের পরেই নেটদুনিয়ায় যেমন কটাক্ষ করে কড়া ভাষায় আক্রমণ চলছে, তেমনই আবার দেখা যাচ্ছে, একই সাথে চলছে কৌতুকের স্বরে বিদ্রুপ। অনেকেই বলছেন,“এই ধারাবাহিকের গল্পে, গরু যেভাবে গাছে উঠেছে তাতে মাউথ অর্গান থেকে তবলার আওয়াজ বের হলেও অবাক হতাম না।”

Leave a Comment