Phulki Serial-Devyani:বক্সার থেকে সোজা রাজরাণী! তীব্র রোষের মুখে ধারাবাহিকের চিত্রনাট্য
একবিংশ শতাব্দীতে এসে ফুলকির হাতে রাজদণ্ড দেখে হতবাক দর্শক! ফুলকি ধারাবাহিকের লেখক ও পরিচালককে তুমুল কটাক্ষ অনুরাগীদের।
বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “ফুলকি”। কিন্তু সেই ধারাবাহিকই যেন এখন দর্শকদের চক্ষুশূল। সেই ধারাবাহিকের সম্প্রতি কিছু এপিসোড দেখে বেজায় চটেছেন অনুরাগীরা। তুমুল বিতর্কের মুখে পড়েছেন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীসহ লেখক ও পরিচালক।
ধারাবাহিক তো প্রথমে শুরু হয়েছিল একজন বক্সারের নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য ইচ্ছে দিয়ে। শুরুতে দর্শক ধারাবাহিকে নায়ক ও নায়িকার নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, একসাথে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করার জীবনযাত্রা ঘিরে গল্প দর্শকদের বেশ মন কেড়েছিল।
কিন্তু তারপরেই ঘটল ছন্দপতন! বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়িকা তাঁর পালিত বাবা মায়ের কাছে বড় হলেও সে রাজবাড়ির মেয়ে।
তাঁর বংশ পরিচয় ফিরে পাওয়া দর্শকের বোধগম্য হলেও সম্প্রতি ধারাবাহিকের প্রোমো সামনে আসতেই দেখা যাচ্ছে রাজবাড়ির অন্দরমহলের কুলদেবতা নৃসিংহ দেব নাকি জেগে উঠে হেঁটে বেড়াচ্ছেন। ফুলকির সাজ পোশাকেও দেখা যাচ্ছে বিপুল পরিবর্তন।
তাঁর পরণে রয়েছে সাদা ঝলমলে গাউন, গা ভর্তি সাদা পাথরের গয়না, মাথায় মুকুট ও সর্বোপরি রাজদণ্ড হাতে নিয়ে সে বসে রয়েছে সিংহাসনে।
এসব দেখে অনুরাগীরা ধারাবাহিকের গল্পের শুরু ও বর্তমানের সাথে কোথাও মিল খুঁজে পাচ্ছেন না। কৌতুকের সুরে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। এমনকি এই ধারাবাহিককে অনেকেই রূপকথার গল্প “কিরণমালা” “কার্টুন” এর সাথেও তুলনা করেছেন।