Piyali Sasmal:”লাইমলাইটে আসার জন্য বা কাজ পেতে শরীর না দেখালেও হয়…” উদ্দাম নাচ সঙ্গে পোশাক নিয়ে কটাক্ষ অভিনেত্রী পিয়ালী শাসমলকে

Spread the love

Piyali Sasmal:”লাইমলাইটে আসার জন্য বা কাজ পেতে শরীর না দেখালেও হয়…” উদ্দাম নাচ সঙ্গে পোশাক নিয়ে কটাক্ষ অভিনেত্রী পিয়ালী শাসমলকে

“এসব করে কাজ পেতে বা লাইমলাইটে আসার ট্রাই করার কোন মানেই হয় না… পেটটা না দেখালেই ভালো লাগত…” ভাইরাল গাড়ির নেচে সমাজমাধ্যমে ট্রোলের মুখে ‘ধানু’ ওরফে অভিনেত্রী পিয়ালী শাসমল

Gourab Chatterjee:মহানায়কের উত্তরসূরি হওয়া সত্ত্বেও বাল্যবেলা কেটেছে বেশ দারিদ্রে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের!

বর্তমানে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী পিয়ালী শাসমল। স্টার জলসা,জি বাংলা মিলিয়ে বেশকিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। পার্শ্ব চরিত্র হলেও পিয়ালীর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে বারবার। বর্তমানে ‘ফুলকি’ ধারাবাহিকে ‘ধানু’ উকিলের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ধারাবাহিক তাঁর চরিত্রের গুরুত্ব কম কিছু নয়।

Sumi Har Chowdhury:মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় পাওয়া গেল টলিপাড়ার অভিনেত্রী সুমি হর চৌধুরীকে

নায়িকার অনুরাগীর সংখ্যা কম কিছু নয়। সমাজমাধ্যমে নানান নাচের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। কেউ আবার তার নাচের প্রশংসা করেন। আবার কেউ নিন্দেও করেন।

কিছুদিন আগে একটি নাচের ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। যেখানে তাকে মাল্টিকালারের একটি টপ ও সঙ্গে নীল রঙের প্যান্ট,যা পড়ে তাঁকে সম্বলপুরী ভাষার গানে নাচতে দেখা যায়। আর অভিনেত্রীর পরনে এমন পোশাক দেখে চটেছেন নেটিজেনরা। তাঁদের প্রিয় অভিনেত্রীর পরনে এমন পোশাক! মানতে নারাজ তার অনুরাগীরা।

Gourab Chatterjee:মহানায়কের উত্তরসূরি হওয়া সত্ত্বেও বাল্যবেলা কেটেছে বেশ দারিদ্রে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের!

অনেকেই লেখেন,’একটু ভালো জামা পরা গেল না?’

অপরজন লেখেন, ‘এই মেয়েকে তো অনেক ভালো জানতাম এখন তো দেখে ঘৃণা লাগে ছিঃ কি নির্লজ্জ মেয়েরে।’

আরেকজন বলেন,’ড্রেস পরার আগে আয়নায় দেখা দরকার কেমন লাগে।’

Kartik-Anwesa:ভারী চেহারা বলে কটাক্ষ! কার্তিক আরিয়ানের আগামী ছবিতে নায়িকা হতে চলেছেন ‘সোহাগ’ ওরফে অন্বেষা?

Leave a Comment