Prosenjit Chatterjee Controversy:ফের বিতর্কের মুখে বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
“বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর”কে ’রবীন্দ্রনাথ বাবু’ বলে সম্মোধন করে ফের বিতর্কের মুখে বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
লোকমুখে প্রচারিত অভিনেতা প্রসেনজিৎ মানেই বাংলা ইন্ডাস্ট্রি। সেই স্বয়ং তিনি, সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাংলা ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন।
সামনেই আসছে বড়পর্দায় বঙ্কিম সাহিত্য নির্ভর বাংলা সিনেমা “দেবী চৌধুরানী”। বাংলা ভাষাকে ক্ষুদ্র করে সেই ছবি তাঁর কতটা সাফল্য পাবে দর্শকমহলে তা নিয়ে থাকছে সংশয়।
এর মাঝেই তিনি এক সাক্ষাৎকারে বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর”-এর প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বকবিকে “রবীন্দ্রনাথ বাবু” বলে সম্মোধন করে বসেন। পরক্ষণেই তিনি তাঁর ভুল শুধরে “রবীন্দ্রনাথ ঠাকুর” বলেন। আর তাতেই ওঠে ফের নেটমহলে ট্রোলের ঝড়।
এছাড়াও তিনি জানান,তাঁর সাহিত্য নির্ভর ছবির প্রতি বিশেষ ভালো লাগা রয়েছে।তিনি বলেন বাংলা সাহিত্য নির্ভর ছবি শুধুমাত্র বাংলা সিনেমার মধ্যে সীমাবদ্ধ না থেকে, তিনি চান আন্তর্জাতিক স্তরে সাহিত্য নির্ভর ছবিতে অভিনয় করতে।