Rai Sengupta:”তোর মধ্যে অশিক্ষা ছাড়া কিছু খুঁজে পাইনি”, ‘চণ্ডালিকা’ প্রসঙ্গে দেবলীনাকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ অভিনেতা যীশুর দিদি রাই সেনগুপ্তর!

Spread the love

Rai Sengupta:”তোর মধ্যে অশিক্ষা ছাড়া কিছু খুঁজে পাইনি, ভুলটা ভুলই…”, ‘চণ্ডালিকা’ প্রসঙ্গে দেবলীনাকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ অভিনেতা যীশু সেনগুপ্তর দিদি রায় সেনগুপ্তর!

সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে অভিনেত্রী দেবলীনা দত্তর ‘চন্ডালিকা’ নাচের উপস্থাপনা নিয়ে তীব্র কটাক্ষের ঝড়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’য় সত্তর দশকের বিখ্যাত হিন্দি ছবি ‘আঁধি’র একটি গানের প্রয়োগ এবং তার উপস্থাপনা নিয়ে উঠছে নানান প্রশ্ন। রেগে লাল,দর্শক থেকে টলিপাড়ার অন্দরের অনেকেই।

আরও পড়ুন:।Dance Controversy:রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের সঙ্গে হিন্দি গান! বেজায় চটলেন মানসী, মালবিকারা,বিতর্কের মুখে কী বললেন দেবলীনা দত্ত?

এই বিশেষ পর্বে অতিথি হয়ে হাজির ছিলেন নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর। এছাড়াও মিঠুন চক্রবর্তীর পাশে বিচারকের আসনে ছিলেন অঙ্কুশ হাজরা,শুভশ্রী গাঙ্গুলী,যিশু সেনগুপ্ত এবং কৌশানী মুখার্জী। যদিও এই নাচের তীব্র বিরোধিতা করেছেন মমতা শঙ্কর। মানসী সিংহ থেকে মালবিকা সেন প্রত্যেকেই দেবলীনার নাচের উপস্থাপনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন।

আরও পড়ুন:Mamata Shankar -Debleena Dutt:”এই গানের সঙ্গে ‘চন্ডালিকা’র কোন সম্পর্ক নেই,আমার কথাটাই বাদ দিয়ে দেওয়া হল…” দেবলীনার ‘চন্ডালিকা’ বিতর্কে মুখ খুললেন মমতা শংকর!

যদিও এইসব বিতর্কের মাঝে দেবলীনা দত্ত প্রশ্ন তোলেন, “আদৌ কি ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্য বা রবীন্দ্রনাথকে নিয়ে পড়াশোনা করে সমালোচকেরা প্রশ্ন তুলছেন? তাঁর যুক্তি,”এর আগে আমি তিন বার চণ্ডালিকার ‘প্রকৃতি’ করেছি। রবীন্দ্রনাথের এই লেখা আমার সবচেয়ে প্রিয়। ‘চণ্ডালিকা’ নিয়ে আমি অনেক পড়াশোনাও করেছি। তার ভিত্তিতে বলছি, প্রকৃতির আনন্দের প্রতি প্রেম ছিল বললে খুব কম বলা হবে। চণ্ডালিকার আনন্দের প্রতি যে পাগলের মতো ভালোবাসা সেটাই নিজের লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ।”

আরও পড়ুন:Debleena Dutt:”বয়কট করা হোক,ছি! কিছু বলার নেই। সংস্কৃতির মানকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?…”

আনন্দ ও প্রকৃতির সম্পর্কে যেভাবে ফিউশনের ছোঁয়া দিয়েছেন নৃত্যপ্রশিক্ষকরা তাতে পূর্ণ সমর্থন ছিল দেবলীনার। এবং এই ফিউশন তাঁর কাছে ঠিক বলে ঠেকেছিল এমনটাই জানান অভিনেত্রী।

এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা যীশু সেনগুপ্তর দিদি রাই সেনগুপ্ত। অভিনেত্রীকে রীতিমতো অশিক্ষিত বলে কটাক্ষ করেন তিনি। আর অভিনেত্রীর এরূপ মন্তব্যে তীব্র বিরোধিতা জানিয়েছেন রাই সেনগুপ্ত। সমাজমাধ্যমে দেবলীনার উদ্দেশ্যে তিনি লেখেন,”বলতে খারাপ লাগলেও দেবলীনা দত্ত, তোর এই অদ্ভুত যুক্তি মানতে পারছি না। আমার মনে হয় তুই কিংবা তোর নৃত্য প্রশিক্ষকরা অন্তত ‘চন্ডালিকা’ পড়িসনি। তোর অনেক যুক্তি পড়ছি, কিন্তু আদতে তোর মধ্যে অশিক্ষা ছাড়া কিছু খুঁজে পাইনি। ভুলটা ভুলই। ঈশ্বর তোর মঙ্গল করুন।”

আরও পড়ুন:Mithu Chakrabarty:”আলাদা থাকার ক্ষমতা থাকলেই তবেই বিয়ে করো…” এক ছাদের নীচে ছেলে বউদের সঙ্গে থাকতে চাননি অভিনেত্রী মিঠু চক্রবর্তী। কেন শাশুড়ি হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নেন তিনি?

Leave a Comment