Raja-Madhubani:’শাঁখা-পলা, সিঁদুর নেই, এখন কী স্বামীর মঙ্গলের কথা ভাবছেন না?’, নেটিজেনদের কটাক্ষে পাল্টা উত্তর দিলেন মধুবনী

Spread the love

Raja-Madhubani:’শাঁখা-পলা, সিঁদুর নেই, এখন কী স্বামীর মঙ্গলের কথা ভাবছেন না?’, নেটিজেনদের কটাক্ষে পাল্টা উত্তর দিলেন মধুবনী

‘শাঁখা-পলা, সিঁদুর নেই, এখন কী স্বামীর মঙ্গলের কথা ভাবছেন না?’ ক্যামেরার সামনে শাঁখা,পলা খুলে অভিনয় করতে দেখেই আবারও বিতর্কের মুখে অভিনেত্রী মধুবনী গোস্বামী, পাল্টা উত্তর দিতে ছাড়লেন না অভিনেত্রী

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় পা রেখেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। ‘চিরসখা’ ধারাবাহিকে এক আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। যেখানে একজন বিবাহিত মহিলার যে চিহ্নগুলি থাকা প্রয়োজন,সেখানে তাঁর লেশমাত্র নেই। যা দেখে রেগে আগুন নেটিজেনরা।

কিছুদিন আগে শাঁখা,পলা পরা প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছিলেন। তাঁর সেই মতামতের বিরুদ্ধে অনেকেই ভিন্নি মতামত জানিয়েছিলেন। শুরু হয়েছিল তাঁকে নিয়ে সমালোচনার ঝড়। এর মাঝেই ধারাবাহিকে প্রবেশ করেছিলেন অভিনেত্রী। যেখানে তাঁকে সিঁদুর মুছে, হাতের শাঁখা-পলা খুলে শুটিং করতে দেখা যায়। পর্দায় কিছু দৃশ্য দেখা পর অনেকেই প্রশ্ন করেছেন হাতের শাঁখা-পলা খুলে শুটিং করছেন? সিঁদুর কোথায়? এখন কি আর তিনি অমঙ্গলের কথা ভাবছেন না? দর্শকদের নানাবিধ প্রশ্নে নাজেহাল অভিনেত্রী। ধারাবাহিকে নাকি দেখানো হচ্ছে তিনি অবিবাহিত। চরিত্রের খাতিরে তাঁকে এমনটা করতে হচ্ছে।

বিস্তারিত পড়ুন:Abhika Malakar:রাজ চক্রবর্তীর হাত ধরে পর্দায় ফিরছেন অভিকা মালাকার? কী বললেন নায়িকা?

তিনি জানান,”সমাজমাধ্যমে যে লেখাটা পোস্ট করেছিলাম, সেটা আসলে কেউ মন দিয়ে পড়েনি। তাই এমন উল্টো প্রশ্ন তুলছেন বারবার আমি বলেছি কাজের জন্য যদি শাঁখা-পলা খুলতে হয় সেটা অন্য ব্যাপার। কিন্তু এমনি কাজের বাইরে শাঁখা-পলা, সিঁদুর পরে না থাকার কিছু নেই। আমি প্রশ্ন তুলেছিলাম তাঁদের দিকে, যাঁরা শাঁখা-পলা, সিঁদুর পরাকে বাঁকা চোখে দেখেন। এখানে কাজের জন্যই আমায় চেহারায় পরিবর্তন করতে হচ্ছে এখানে তো কোনও সমস্যা থাকার কথা নয়।”

একদিকে যেমন ছেলেকে সামলানো আবার অপরদিকে শুটিংয়ের কাজও করছেন মধুবনী। সম্প্রতি ব্যাগের ব্যবসা শুরু করেছেন তিনি। সব একা হাতেই সামলাচ্ছেন অভিনেত্রী।

বিস্তারিত পড়ুন:Raja-Madhubani:’সস্থার মার্কেটিং কৌশল’, নতুন ব্যবসার কথা প্রচার করতে গিয়ে নেটিজেনদের রোষের মুখে,পাল্টা জবাব মধুবনীর

Leave a Comment