Raja-Madhubani:’সস্থার মার্কেটিং কৌশল’, নতুন ব্যবসার কথা প্রচার করতে গিয়ে নেটিজেনদের রোষের মুখে,পাল্টা জবাব মধুবনীর।
‘লজ্জা করে না মাতৃত্ব নিয়ে সস্তার পাবলিসিটি করতে?’ নতুন ব্যবসার কথা প্রচার করতে গিয়ে নেটিজেনদের সমালোচনা, পাল্টা জবাব দিলেন মধুবনী
একদিকে যেমন ঘরের দায়িত্ব পালন করা অন্যদিকে ব্যবসার জন্য সময় দেওয়া খুব একটা সহজ কাজ নয়। কিন্তু বরকে পাশে নিয়ে সমান তালে জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। মাঝে মাঝে সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি।
গত কয়েকদিন ধরে মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামীর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় বেবিবাম্পে হাত রেখে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী, পাশে বসে রাজা। “পোস্ট করে লিখেছিলেন, আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না।” তারকা দম্পতির এমন পোস্ট দেখে অনেকেই অনুমান করেছিলেন দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন মধুবনী।
আরও পড়ুন:Raja -Madhubani:নেটিনেজেনদের রোষের মুখে অভিনেত্রী
কিন্তু গতকাল অভিনেত্রী সমস্ত জল্পনাকে মিথ্যে করে জানান, তাঁরা ব্যাগের ব্যবসা শুরু করেছেন। ব্যবসা সংক্রান্ত সমস্ত কথা একটি ভিডিওর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। তাঁদের নতুন ব্যবসার নাম ‘রাজা মধুবনী কালেকশনস’। অনেকের কাছে থেকে শুভেচ্ছা পাওয়ার পাশাপাশি পেয়েছেন নেতিবাচক মন্তব্যও। তাঁদের প্রচারের ধরন দেখে বিরক্ত হয়েছেন অনেকেই। অনেকেই বলেছেন,’সস্তার প্রচার,মাতৃত্ব নিয়ে এতটা সস্তা পোস্ট করতে ইচ্ছে হল আপনার? কতটা নোংরা মানসিকতা।’
এই প্রসঙ্গেই অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”আমার ছবি, আমার ফোন আমি যে ভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি। আর যাঁরা বলছেন আমি সস্তায় প্রচার সারছি তাঁরা কি আদৌ আমার লেখা মন দিয়ে পড়েছেন? ব্যবসা করতে হলে তার প্রচার কৌশল জানা খুবই জরুরি। যা সবার দ্বারা সম্ভব নয়। এটা আমার মার্কেটিং কৌশল। যাঁরা সমালোচনা করছেন আমার মনে হয় তাঁদের হিংসা হচ্ছে। আমার মতো এভাবে ব্যবসা চালাতে তাঁরা হয়ত পারছেন না। তাই হিংসা থেকে নেতিবাচক মন্তব্য করছেন।”
আরও পড়ুন:Madhubani-Raja:তবে কি ফের মা হচ্ছেন মধুবনী?
তবে বরাবরের মতনই নেটিজেনদের করা মন্তব্যকে পাত্তা দিলেন না তিনি। বরং আরও ব্যবসার কাজে মন দিতে চান তিনি।