Rita Dutta Chakraborty:’অশ্লীল শব্দপ্রয়োগ যেন জলভাত হয়ে গিয়েছে’ সেটের কোন ঘটনাকে ‘কুশিক্ষা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী?
বাংলা ধারাবাহিকের প্রায় দু’দশক কাটিয়ে ফেলে কোন মন্তব্য করলেন অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী? নিজের অভিনয় জীবনের নানান অভিজ্ঞতা সম্প্রতি একটি সাক্ষাৎকারের মাধ্যমে ব্যক্ত করেছেন অভিনেত্রী। ভালো অভিনেত্রী বলে সুখ্যাতি থাকা সত্ত্বেও সিনেমায় সুযোগ মিলেছে হাতে গুনে মাত্র কয়েকবারই। বহুদিনের তথা বহু বছরের অভিনয়ের ইচ্ছে ঠিক কিভাবে তাঁকে সফলতা এনে দিল? ব্যস্ততার মাঝে কেমন ছিল তার সাংসারিক জীবন? ঠিক কোন কারণে সিনেমার জগৎ থেকে বাদ পড়েছিল অভিনেত্রীর নাম? আধুনিক অভিনেত্রীদের নিয়ে কোন মন্তব্য করলেন ঋতা দত্ত চক্রবর্তী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঋতা চক্রবর্তীকে নিজের ব্যক্তিগত জীবন এবং রং ঝলমলে মেগা সিরিয়ালের জীবনযাত্রা নিয়ে বেশ কিছু মন্তব্য করতে দেখা গিয়েছে। ধারাবাহিকে প্রায় দু’দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। অভিজ্ঞতা রয়েছে নানান বিষয়ে। রাজা সেন, রবি ওঝা থেকে তরুণ মজুমদারের মতো নামী পরিচালকদের পছন্দের অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু বাড়িতে তার অভিনয়ের ইচ্ছেকে বাস্তবায়িত করতে পারেননি। পরবর্তী সময়ে নিজের সেই স্বপ্ন পূরণে যথেষ্ট পরিমাণে সার্থক হয়েছেন তিনি। তবে আধুনিক অভিনেত্রীদের জীবনযাত্রা এবং কথাবার্তা অনেক সময়ই বিড়ম্বনায় ফেলেছে অভিনেত্রীকে।
আরও পড়ুন:Gourab Chatterjee:শুটিংয়ে যাওয়ার পথে বৃহন্নলা দিদিরা রাখি বাঁধলেন অভিনেতা গৌরব চ্যাটার্জির হাতে
নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের কথাবার্তায় আমূল পরিবর্তন লক্ষ্য করেছেন বাংলাপ্রেমী অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী। “আজকের দিনে অশ্লীল শব্দ প্রয়োগ যেন জল ভাত হয়ে গিয়েছে। ফ্যাশন বলেন সেটাকে অশিক্ষা নয়, কুশিক্ষা বলে।” মন্তব্য করেন ঋতা। আজকাল স্থান-কাল-পাত্র ভুলে এমনকি শিশু শিল্পীদের মাঝেও অনেক সময় অশ্লীল কথাবার্তা হয়ে থাকে। সেটের অন্দরে চলাফেরার মধ্যেই এই সমস্ত ভাষায় কথাবার্তা চলে। এই নিয়ে যথেষ্ট পরিমাণে কটাক্ষ করেছেন অভিনেত্রী।
দিনে দিনে শুধু যে কথাবার্তায় বদল ঘটছে তাই নয়, বদল ঘটছে অভিনেতা-অভিনেত্রীদের পোশাক-আশাক, ব্যবহার এমনকি সাজসজ্জাতেও। অভিনেত্রীর মতে, এখনকার নায়িকাদের স্টাইল নেই, বরং যা চোখে পড়ে তা হল ফ্যাশন। স্টাইলে যে নিজস্বতা থাকে, তা এখনকার নায়িকাদের মধ্যে বিরল। বেশিরভাগই অনুকরণে ব্যস্ত। আধুনিক অভিনেতা-অভিনেত্রীদের নানান বিষয় নিয়েই অখুশি তিনি। দুই দশক ধারাবাহিক জগতে কাটিয়ে নানান পরিবর্তনের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। কিন্তু তারপরেও বেশ কিছু জিনিস রয়েছে তাঁর অমতের তালিকায়।
ইন্ডাস্ট্রির অন্দরে সুঅভিনেত্রী বলে পরিচিতি থাকা সত্ত্বেও সিনেমায় কাজ করেছেন গুটিকতক। অভিনেত্রী জানিয়েছেন, সিনেমা আমাকে খুব টানে। আসলে ধারাবাহিকে তো চরিত্র নিয়ে ভাবার সময়ও থাকে না। তবে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ মজুমদার যে ধরনের পার্ট তাকে দিয়েছেন সেই রকম কেউ দেয়নি বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর কাছে, ধারাবাহিকের কাজ যেন অফিসে কাজ করার মত হয়ে গিয়েছে। ধারাবাহিকের সেটে কোন লুক সেট হল, কোন চরিত্রে অভিনয় করছেন, এটুকুই শুধু জানানো হয়। এরপর একবার ধারাবাহিক শুরু হয়ে গেলে তার শেষ কোথায় তা কেউই জানেন না। সবটাই টিআরপিকেন্দ্রিক।
জানেন কি, এতো ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও বড় পরিচালকের ছবি থেকে বাদ যায় ঋতা চক্রবর্তীর বিভিন্ন দৃশ্য! অভিনেত্রী জানিয়েছেন, ঘরে ছোট ছেলেকে ফেলে প্রায় ১৬ দিন ধরে বাইরে শুটিং করেছিলেন তিনি। কিন্তু ছবি দেখার পর জানতে পারেন, সেই ছবিতে অভিনেত্রীর প্রায় কোন দৃশ্যই নেই। তাহলে কি দেখতে সুন্দর না হওয়ার কারণেই দৃশ্য থেকে বাতিল করলেন অভিনেত্রী? এই অভিজ্ঞতা বারেবারেই ক্ষতবিক্ষত করেছে অভিনেত্রীর মনকে।
যদিও সবকিছুর পরেও কাজের প্রতি যথেষ্ট পরিমাণে সৎ থেকেছেন অভিনেত্রী। কাজের ফাঁকে মেকআপ রুমে গিয়ে গল্প বা আড্ডা এসমস্ত কিছুই করেন না তিনি। নিজের ফ্লোরে সম্মানের সঙ্গে কাজ করেন অভিনেত্রী। একবার মেকআপ নেওয়ার পর তারা ১০ ঘণ্টা শুটিং করেন বলেও জানিয়েছেন এক সাক্ষাৎকারে। এর পাশাপাশি নিজের বিভিন্ন শিক্ষা এবং জ্ঞান নিয়েও অকপট অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী।