Riya Ganguly:”সে তার রক্ষিতাকে নিয়ে বাড়িতে বেডরুমে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়! আর সেটা তার বয়স্ক বাবা মেনে নিচ্ছে!” বাড়িতে প্রেমিকাকে নিয়ে থাকছেন রিয়ার বর অরিন্দম! বিস্ফোরক অভিনেত্রী

Spread the love

Riya Ganguly:”সে তার রক্ষিতাকে নিয়ে বাড়িতে বেডরুমে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়! আর সেটা তার বয়স্ক বাবা মেনে নিচ্ছে!” বাড়িতে প্রেমিকাকে নিয়ে থাকছেন রিয়ার বর অরিন্দম! বিস্ফোরক অভিনেত্রী

“আমিও শোয়ার ঘরে সেই মহিলার অনেক জিনিস দেখেছি…” বেডরুমে ছড়ানো স্বামীর প্রেমিকার জিনিস, “সে তার রক্ষিতাকে নিয়ে বাড়িতে বেডরুমে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়! আর এটা তার বয়স্ক বাবা মেনে নিচ্ছে!” হাতেনাতে স্বামীর ‘পরকীয়া’ ধরে ফেললেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলী!

ছোটপর্দার চেনা মুখ অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। ২০১৩ সালে রিয়া ও অরিন্দম সাতপাকে বাঁধা পড়েন। দম্পতির যমজ সন্তানের বয়স এখন সাত বছর। প্রায় কিছু মাস আগে অভিনেত্রী রিয়া গাঙ্গুলী এবং তাঁর স্বামী অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহ প্রকাশ্যে এসেছিল। এই খবর অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তাঁর সমাজমাধ্যমের পাতায়।

অভিনেত্রী এক সময় জানিয়েছিলেন তিনি স্বামী অরিন্দম চক্রবর্তীর থেকে বিবাহবিচ্ছেদ চান। একাধিক অভিযোগসহ একাধিক নারীসঙ্গের অভিযোগ নিয়ে আসেন পরিচালক স্বামীর নামে। তারপর মানসিক চাপ সামলে নিজের মতো করে দু’সন্তানকে নিয়ে জীবনকে গুছিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ফের বুধবার অরিন্দম প্রসঙ্গে স্যোশাল মিডিয়ায় চোখে পড়ে রিয়ার বিস্ফোরক পোস্ট। রিয়া এক সময় জানিয়েছিলেন তিনি স্বামী অরিন্দম চক্রবর্তীর থেকে বিবাহ বিচ্ছেদ চান। অরিন্দমের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন। একাধিক নারী সঙ্গের অভিযোগ ওঠে পরিচালকের নামে। তারপর মানসিক চাপ সামলে নিজের মতো করে দু’সন্তানকে নিয়ে জীবনকে গুছিয়ে নিয়েছিলেন অভিনেত্রী।

যদিও দুই সন্তানের কথা মাথায় রেখেই ডিভোর্সের দিকে হাঁটেননি অভিনেত্রী, তবে এবার শ্বশুরবাড়িতে গিয়ে যা দেখলেন, তা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী।

জানা যায়,অভিনেত্রীর শ্বশুরবাড়ি দমদম ক্যান্টনমেন্টে হলেও সন্তানদের নিয়ে তিনি আলাদা হাওড়ার ফ্ল্যাটে থাকেন। যে ফ্ল্যাট স্বামী অরিন্দমের সঙ্গে যৌথ উদ্যোগে কেনা। রিয়া জানাচ্ছেন, আগে তাঁর স্বামী যদিও বা সন্তানদের সঙ্গে নিয়ম করে প্রতি সপ্তাহে সময় কাটাতেন, তবে বিগত কয়েক মাসে সেটা অনেক কমেছে। অভিনেত্রী দাবি, সেসময়েই তিনি আন্দাজ করতে পেরেছিলেন কিছু ব্যাপার আছে। তবে এবার শ্বশুরবাড়িতে পা রেখে যা দেখলেন সোশাল মিডিয়াতে তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্বামীর বিরুদ্ধে।

তিনি জানান, শাশুড়ি অসুস্থ হওয়ায় নাতি-নাতনিকে দেখতে চেয়েছিলেন। তাই সন্তানদের নিয়ে দমদমের বাড়িতে যান তিনি। তবে সেখানে গিয়ে জানতে পারেন, বর্তমানে তাঁর শ্বশুরবাড়িতে স্বামীর প্রেমিকার অবাধ যাতায়াত। কোনও কোনও দিন রাত্রিবাসও করেন নাকি। বেডরুমে গিয়ে সেই মহিলার কিছু জিনিসও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন তিনি। জানান,”একটা ছেলে এত ভালো ছেলে, যার মা হাসপাতালে আইসিইউ -তে ভর্তি, সে তার রক্ষিতাকে নিয়ে বাড়িতে বেডরুমে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়! আর সেটা তার বয়স্ক ৭২ বছরের বাবা মেনে নিচ্ছে! এবং তার বাবা বলেছে,তুমি আমার মেয়ে। আরে আপনি তো নিজের মেয়েকেই রাখতে পারলেন না ঠিক করে,নিজের মেয়েই তো অকালে মারা গেল। মেয়ের মতো বউকেই রাখতে পারলেন না। এখন ও বাড়িতে, ওর বাবার সাপোর্টে এই অবৈধ প্রেমিকাকে এনে রাখছে।

তিনি আরও জানান”আমার ছেলেমেয়েকে কিছুতেই কাছ ছাড়া করতে পারব না। এত সহজে কী করে ছেড়ে দেব আমি! টাকাপয়সা তো দরকার। আমি এতদিন ছেড়েছিলাম ভেবেছিলাম ও বাচ্চাগুলোকে বোধহয় ভালোবাসে। হয়ত ও ডিভোর্স দেবে না। ওর বক্তব্য যে, আমি কেন ছবি করছি। কিন্তু আমার দাবি তুমি কেন করছ তুমি একজন ডব্লিউবিসিএস অফিসার হয়ে, তুমি একটা,এত টাকার স্যালারি পাও। তারপর তুমি কিসের ভিত্তিতে পরিচালকের কাজ কর। এমনি এমনি দাও!তুমি তো মায়ের নামে সেই টাকা নাও। আমার কাজ আমাকে করতে হবে। সর্বোপরি তুমি আমার জন্য একটা টাকাও খরচ কর না। কিন্তু তুমি সেখানে অন্য জায়গায় তোমার টাকা, তোমার ইমোশন,সময় সবটা দিচ্ছ।”

রিয়ার দাবি, আপোস বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন তাঁর স্বামী।

Leave a Comment