Saina Nehwal Divorce:বিয়ের সাত বছর পর ঘর ভাঙছে সাইনা নেহওয়াল এবং পরুপল্লী কশ্যপের

Spread the love

Saina Nehwal Divorce:বিয়ের সাত বছর পর ঘর ভাঙছে সাইনা নেহওয়াল এবং পরুপল্লী কশ্যপের

বিয়ের সাত বছর পর ঘর ভাঙছে সাইনা নেহওয়াল এবং পরুপল্লী কশ্যপের

২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনা এবং কশ্যপের। তারও আগে থেকে দু’জনের সম্পর্ক ছিল। ভারতের ব্যাডমিন্টন জগতের ‘পাওয়ার কাপল’ ছিলেন তাঁরা। হঠাৎই বিবাহবিচ্ছেদের কথা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন সাইনা।

সাইনা লেখেন,”মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পরুপল্লী কশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিয়েছি।”

তিনি আরও বলেন,”আমাদের যে স্মৃতিগুলো রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনের দিকে এগিয়ে যাব। এর বেশি কিছু চাই না। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।”

গুরু পুলেল্লা গোপীচাঁদের কাছে ছোটবেলা থেকে একসঙ্গেই প্রশিক্ষণ নিয়েছিলেন সাইনা এবং পরুপল্লী। শোনা যায়, তখন থেকেই নাকি একে অপরকে মন দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। মনে করা হয় প্রায় ১০ বছর প্রেম গোপন রেখেছিলেন সাইনা এবং কশ্যপ।

বিয়ের পর থেকেই তারকা দম্পতির সমাজমাধ্যমের পাতায় তাঁদের নিজেদের ঘুরতে যাওয়ার এবং একসঙ্গে সময় কাটানোর ছবি প্রায়ই ইনস্টাগ্রামে পোস্ট করতেন।তবে হঠাৎ সবশেষ। জীবনের পথ ভিন্ন হয়ে গেল তাঁদের।

Kartik-Anwesa:ভারী চেহারা বলে কটাক্ষ! কার্তিক আরিয়ানের আগামী ছবিতে নায়িকা হতে চলেছেন ‘সোহাগ’ ওরফে অন্বেষা?

Leave a Comment