Sara Sengupta Actor:মা-বাবার বিচ্ছেদের মাঝেই জীবনে ভালোবাসার রং সারা সেনগুপ্তর? কী বলছেন মা নীলাঞ্জনা?

Spread the love

Sara Sengupta Actor:মা-বাবার বিচ্ছেদের মাঝেই জীবনে ভালোবাসার রং সারা সেনগুপ্তর? কী বলছেন মা নীলাঞ্জনা?

মা-বাবার বিচ্ছেদের মাঝেই জীবনে ভালোবাসার রং সারা সেনগুপ্তর? কী বলছেন মা নীলাঞ্জনা শর্মা?

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে সারা সেনগুপ্ত সদ্যই স্কুলের গন্ডি পেরিয়ে মডেলিং জগতে পা রেখেছে। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব ও স্টানিং লুক ইতিমধ্যেই মডেলিং জগতে সাড়া ফেলেছে। একাধিক আইকনিক ফ‌্যাশন ব্র‌্যান্ডের শোতেও দেখা গিয়েছে সারাকে। তার জন্য অনেক প্রশংসাও কুড়িয়েছেন। তাঁর অনুরাগীর সংখ্যা কম কিছু নয়। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সারা।

আরও পড়ুন:Writwik Mukherjee Controversy:অভিনেতার অন্তরঙ্গ মুহূর্তের কল রেকর্ডের ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে অকপট স্বীকারোক্তি অভিনেতা ঋত্বিকের

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বিবাহবিচ্ছেদের খবর নিয়ে এমনিও চর্চার শেষ নেই। এর মাঝেই উঠে এল সারা।

পটায়ায় ছুটি কাটানোর বেশ কিছু মুহূর্ত নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন সারা৷ সেখানে কখনও বিচের ধারে সময় কাটাচ্ছেন তো কখনও খাওয়া-দাওয়া করছেন তিনি। তবে এই ছবিগুলির মাঝে সারার একটি ছবি ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে পরনে সাদা স্কার্ট, সঙ্গে মানানসই বিকিনি। সঙ্গে কোনও এক পুরুষ বন্ধুর হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন সারা। সেই ছবি দেখে অনেকেরই ধারণা সারার জীবনে নতুন মানুষের আগমন হয়েছে। যদিও তাঁরা কি সম্পর্কে আছেন! নাকি শুধুই বন্ধু! তা অবশ্য খোলসা করেননি সারা৷

আরও পড়ুন:Mithu Chakrabarty:”আলাদা থাকার ক্ষমতা থাকলেই তবেই বিয়ে করো…” এক ছাদের নীচে ছেলে বউদের সঙ্গে থাকতে চাননি অভিনেত্রী মিঠু চক্রবর্তী। কেন শাশুড়ি হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নেন তিনি?

কমেন্ট বক্সে নজর কাড়ল মা নীলাঞ্জনার পাঠানো ইমোজিও। মেয়ের এই সুন্দর মুহূর্ত দেখে ভালোবাসা উজাড় করে দিয়েছেন তিনিও।

আরও পড়ুন:Tiyasha-Sohail-Relationship:হবু শাশুড়ির সঙ্গে উদ্দাম নাচ তিয়াশার,অন্যদিকে প্রেমিক সোহেল কিভাবে যত্ন নেয় তাঁর?কি জানালেন অভিনেত্রী?

Leave a Comment