Sayak chakraborty Controversy:বড়পর্দায় কাজ করেও পাননি পুরো পারিশ্রমিক! বাংলা ছবির বড়পর্দায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ অভিনেতা সায়ক চক্রবর্তীর

Spread the love

Sayak chakraborty Controversy:বড়পর্দায় কাজ করেও পাননি পুরো পারিশ্রমিক! বাংলা ছবির বড়পর্দায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ অভিনেতা সায়ক চক্রবর্তীর

টেলি অভিনেতা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর সায়ক চক্রবর্তী কাজ করতে চান না বাংলা সিনেমার বড়পর্দায়! সম্প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন অভিনেতা প্রকাশ্যে!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতার কাছে জানতে চাওয়া হয় “তাঁর বাংলা সিনেমার বড়পর্দায় অভিনয় করার কোনো পরিকল্পনা রয়েছে কি না ?” তিনি তাঁর উত্তরে একরাশ ক্ষোভের কথা জানান,বাংলা সিনেমার বড়পর্দায় তাঁর কাজের পূর্ব অভিজ্ঞতা নিয়ে।

Sayak chakraborty:”ভেঙে গেল সম্পর্কটা,ওঁরা আলাদা হয়ে যদি ভালো থাকে থাকুক…”,দাদা-বৌদির ডিভোর্স নিয়ে মুখ খুললেন সায়ক!

তিনি জানান “তাঁর সিনেমায় কাজ করার আপাতত একদমই কোনও ইচ্ছে বা আগ্রহ নেই। তিনি বেশ কয়েকটা সিনেমা করলেও তার মধ্যে তাঁর কাছে খুব বিশেষ ও কাছের সিনেমা ছিল “বেলাশুরু” সিনেমা। সেই ছবিতে অভিনয়ের জন্য তাঁকে আলাদা করে কোন অডিশন দিতে হয়নি। কাজটা নিজেই এসেছিল সোশ্যালমিডিয়ার মাধ্যমে অভিনেতার কাছে।

Susmita Roy:”জন্মদিনের দিন বিচ্ছেদের ঘোষণা এটা সব্যসাচীর সিদ্ধান্ত ছিল,মাকেও নানাভাবে কটাক্ষ করা হচ্ছে…”,ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেত্রী, সঙ্গে মায়ের নাম জড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি!

সেই ছবিতে খরাজ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে অভিনেত্রী অরুণিমা হালদারের বয়ফ্রেন্ড হিসেবে জুটি বেঁধেছিলেন অভিনেতা। তিনি বলেন “সেই ছবিতে তাঁর চরিত্রের অভিনয়ের পার্ট ছিল বেশ অনেকটাই। কিন্তু তিনি যখন সিনেমাটা হলে দেখতে গেছিলেন তখন তিনি নিজেকে খুঁজে পাননি। তাঁর ছবি দেখে মনে হয়েছিল তিনি যেন একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে অভিনয় করেছেন।”

Madhumita Sarcar Marriage:দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা, প্রকাশ্যে আনলেন বিয়ের তারিখ!

তিনি আরও জানান “সেই ছবিতে তাঁর অভিনয়ের শ্যুটিং হয়ে গেলেও তাঁর ডাবিং হয়নি। তিনি অনেকেবার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলেও তাঁরা কোনো সদুত্তর পাননি তিনি।”

তিনি আরও জানান সেখানে তাঁকে পুরো পারিশ্রমিকও দেওয়া হয় না, কারণ “সিনেমার নিয়ম অনুযায়ী শুটিংয়ের সময় একটা নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হয় এবং বকেয়া পারিশ্রমিক দেওয়া হয় ডাবিং এর সময়”। অভিনেতার যেহেতু ডাবিং হয়নি তাই তাঁকে পুরো পারিশ্রমিকও দেওয়া হয়নি।

Satyajit Ray:”মহম্মদ ইউনুসের তত্ত্বাবধানে এরা ভারতরত্ন সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে ফেলল কোন আক্কেলে!আসলে ওরা শিল্পকে ভয় পায়…” ,গর্জে উঠলেন রূপালি গঙ্গোপাধ্যায়

তিনি সবশেষে খানিক আক্ষেপের সুরেই বলেন “তিনি নিজেকে কোনও বড় মাপের অভিনেতা মনে করেন না, তাই তিনি তখন এর কোনো প্রতিবাদও করেননি।কিন্তু তাঁরা যে তাঁর সিনগুলোকে কেটে দিয়েছে তা তাঁকে ছবি মুক্তির আগে জানানো উচিত ছিল বলে মনে করেন তিনি। কারণ তিনি সেই ছবির যা যা প্রচার করার ছিল সবই করে দিয়েছিলেন তারপর এধরনের কার্যকলাপ তাঁকে মানসি ভাবে বেশ বিপর্যস্ত করেছিল সেসময়। এটা অভিনেতার কর্মজীবনের একটা খারাপ অধ্যায় ছিল বলে তিনি মেনে নিয়েছেন।

তিনি তাঁর নিজের অভিনয় দক্ষতা দিয়ে আরও অনেক বেশি ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান।

Phulki Serial-Devyani:বক্সার থেকে সোজা রাজরাণী! তীব্র রোষের মুখে ধারাবাহিকের চিত্রনাট্য

Leave a Comment