Sayak:নতুন রূপে সায়ক,”শুধুমাত্র একটা মন থেকে ইচ্ছেটা ছিল…”,এক অদ্ভুত ঘটনার কথা সমাজমাধ্যমে নিজেই জানালেন অভিনেতা!

Spread the love

Sayak:নতুন রূপে সায়ক,”শুধুমাত্র একটা মন থেকে ইচ্ছেটা ছিল…”,এক অদ্ভুত ঘটনার কথা সমাজমাধ্যমে নিজেই জানালেন অভিনেতা!

‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে দেখা যাবে অভিনেতা সায়ক চক্রবর্তীকে। কিন্তু কিভাবে পেলেন এই চরিত্র? এক অদ্ভুত ঘটনার কথা সমাজমাধ্যমে নিজেই জানালেন অভিনেতা!

বাংলা টকিজের প্রযোজনায় স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। ধারাবাহিকটি শুরুতেই দর্শকের মন জয় করেছে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাজনন্দিনী পাল। রাণী ভবানীর স্বামী রাজা রামকান্তর চরিত্রে অভিনয় করছেন সায়ন বসু। রয়েছেন আরও বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীরা। এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে ইতিহাস। আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনি যে বরাবরই দর্শকের মন জয় করে তা আরও একবার প্রমাণ করল এই ধারাবাহিক।

এই ধারাবাহিককে প্রবেশ করেছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তবে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ‘রাজা রাজবল্লভ’-এর চরিত্রে অভিনয় করছেন সায়ক। এমনটাই জানিয়েছেন অভিনেতা। ধূসর চরিত্রের এই রাজা, রাণী ভবানীর সাম্রাজ্যে ঠিক কোন ভূমিকা পালন করেছিলেন, সেই গল্পই পর্দায় ফুটিয়ে তুলবেন সায়ক।

তবে এই পৌরাণিক ধারাবাহিকে কাজ করার কিভাবে সুযোগ এসেছিল তাঁর কাছে! সেই অভিজ্ঞতাই নিজের সমাজমাধ্যমের ভাষায় একটি ভিডিওর মাধ্যমে অনুরাগীদের সাথে শেয়ার করেছেন অভিনেতা। যেখানে অভিনেতা জানান, “রাণী ভবানী যখন প্রথম আসছে তখন আমি ও আমার পরিবারের অন্যান্য সদস্যরা ওঁদের সেই মিছিলটা দেখতে গিয়েছিলাম। দেখে অসাধারণ লেগেছিল আমার। সেখানেই দাঁড়িয়ে মনে হয়েছিল যে এখানে তো কোনো একটা চরিত্র আমার জন্য হতেই পারে। আমার তো খুব ভালো লাগে এরকম পৌরাণিক কোনো চরিত্র। এটা আমি মন থেকে চেয়েছিলাম। ওরকমভাবে চাওয়া নয় যে আমাকে দিতেই হবে,শুধুমাত্র একটা মন থেকে ইচ্ছেটা ছিল।”

তিনি আরও জানান, “যারা খুব দাও দাও করে তারাই হচ্ছে পায় না। এটা আমি বুঝে গেছি এবারে। তুমি হালকা ইচ্ছা শক্তি জাগিয়ে রাখবে মনে তাহলে দেখবে কোথাও না কোথাও থেকে জিনিসটা তোমার কাছে চলে এসেছে।”

আবারও সায়ককে পর্দায় দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।

Leave a Comment