“সুবানের কোনও আলাদা পরিচয় নেই বললেই চলে, ইন্ডাস্ট্রিতে সবাই ‘তিয়াসার প্রাক্তন’ হিসেবেই চেনে…” প্রেমিকার প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেলের!
বর্তমানে টলিপাড়ার চর্চিত জুটি তিয়াশা লেপচা ও সোহেল দত্ত। সংবাদ শিরোনামে উঠে এসেছে বারবার তাঁদের নাম। স্বামী সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের বহু বছর পর তিয়াসার জীবনে আসে নতুন প্রেম সোহেল। প্রায়শই নানান জায়গায় তাঁদেরকে একসাথে দেখা যায়।
এক সাক্ষাৎকারে তিয়াশা ও সোহেলের সম্পর্ক নিয়ে অভিনেতার মা জানান,”এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কারোর কথা বলতে পারেন না,আগে এক অপরকে চিনুক,জানুক। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনও কিছুই বলা সম্ভব নয়।”
তাঁদের দুজনের বিয়ের পরিকল্পনা নিয়ে সোহেল জানিয়েছিলেন,”এখনি বিয়ে নিয়ে তাদের কোনও পরিকল্পনা নেই। এখন দুজনের ক্যারিয়ারে মন দিতে চাই। অনেক স্বপ্ন রয়েছে সেগুলো পূরণ করতে হবে।”
তবে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তিয়াসার প্রাক্তনকে নিয়ে চর্চা চলতে থাকে। সমালোচকদের দাবি তিয়াশা, স্বামী সুবানের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে এসেছে, কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পরেই সুবানকে ডিভোর্স দিয়ে দেন।
তিয়াসার অতীত নিয়ে এক সাক্ষাৎকারে তাঁর বর্তমান প্রেমিক সোহেল জানান,”হ্যাঁ, হয়ত তিয়াসা ওর হাত ধরেই এসেছিল, কিন্তু আজ সে নিজে নিজের কৃতিত্বে জায়গা করে নিয়েছে। সুবানের কোনও আলাদা পরিচয় নেই বললেই চলে, ইন্ডাস্ট্রিতে সবাই ‘তিয়াসার প্রাক্তন’ হিসেবেই চেনে।” তাঁর এই মন্তব্যে চটেছেন নেটিজেনরা।