Srabanti Chatterjee Ex Husband:আত্মহননের সিদ্ধান্ত বাংলাদেশি অভিনেত্রীর, উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ শ্রাবন্তীর প্রথম স্বামী পরিচালক রাজীবের বিরুদ্ধে

Spread the love

Srabanti Chatterjee Ex Husband:আত্মহননের সিদ্ধান্ত বাংলাদেশি অভিনেত্রীর, উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ শ্রাবন্তীর প্রথম স্বামী পরিচালক রাজীবের বিরুদ্ধে

সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি আবাসন থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি মডেল তথা অভিনেত্রী শান্তা পালকে।কিন্তু তদন্তের মোড় ঘোরাতে অভিযুক্তের অন্য দাবী

অভিযুক্তের পাল্টা অভিযোগ টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রাজীব কুমার বিশ্বাসের বিরুদ্ধে “মি টু” আনেন বাংলাদেশি শান্তা। উঠে এসেছে পরিচালক রাজীব কুমার বিশ্বাসের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ।

জাল আধারকাণ্ডে ধৃত বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল। দক্ষিণ কলকাতার একটি আবাসন থেকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয়েছে মডেল-অভিনেত্রীকে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, “২৮শে জুলাই তাঁকে বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়।”

আরও পড়ুন:Srabanti Chatterjee -Roshan Singh:বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশন সিং

তাঁর সম্পর্কে উঠে আসে আরও নানান চাঞ্চল্যকর তথ্য ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামক এক বলি ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এছাড়াও বিশ্বনাথ রাও পরিচালিত ‘ইয়েরালাভা’ নামের তামিল ছবিতে কাজ করেছিলেন বলেও জানা যায়। তাছাড়াও বাংলাদেশের নানা প্রজেক্টে কাজ করেছিলেন তিনি।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’ – প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছিলেন শান্তা। কিন্তু সেই প্রতিযোগিতাতেই তিনি এক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন।

তিনি সে সময় দাবি করেন “অডিশন ছাড়া কোনা এক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রেমিকাকে নির্বাচিত করা হয়।” এই ঘটনায় তিনি ঢাকার মহানগর আদালতে মামলা দায়ের করেছিলেন।

ক্ষোভে এবং হতাশায় মডেল অভিনেত্রী আত্মহত্যা করারও সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের সমাজমাধ্যমেই আত্মহনন করবেন বলে হুমকি দেন অভিনেত্রী।

অভিনেত্রী সেই সময় বলেন, “যেখানে আমার ভালো কাজের কোন মূল্যায়ন নেই সেখানে, অন্যান্য অনিয়মকারীরা কি করে পরিচিতি পায়, পুরস্কার পায়? এভাবে বেঁচে থাকা মূল্যহীন।” একারণেই তিনি নিজেকে শেষ করে দেবেন বলে সমাজমাধ্যমে জানিয়েছেন।

টলিউডের স্বনামধন্য পরিচালক তথা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম স্বামী রাজীব কুমারের বিরুদ্ধে “মি টু” জানান শান্তা। তাঁর বিরুদ্ধে আনেন ভয়ংকর অভিযোগ।

অভিনেত্রী বেশ কয়েকটি স্ক্রিনশট সমাজমাধ্যমে শেয়ার করে বলেছিলেন, “ফেসবুকের মাধ্যমে রাজীব কুমার সঙ্গে যোগাযোগ হয় তাঁর। তার আগে তাঁকে চিনতেন না অভিনেত্রী। কোনো ছবির কথা বলতে ঢাকায় যাওয়ার কথাও বলেছিলেন পরিচালক তাঁকে। রাজীব তাঁর ছবিতে কাজ করার জন্য প্রস্তাব দেন ,তবে শর্ত রাখেন হোটেলের ঘরে গিয়ে তার সাথে কথা বলতে হবে।”

এছাড়াও পরিচালক রাজীব তাঁকে আপত্তিকর ছবি পাঠানোর কথাও বলেছিলেন বলে অভিযোগ, অভিযুক্ত বাংলাদেশি অভিনেত্রীর। যদিও পরিচালক পুরো ঘটনাই অস্বীকার করেছেন।

Leave a Comment