Srabanti Chatterjee:বঙ্গ রাজনীতিতে আবারও ফিরছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে লড়তে পারেন তিনি!
চলতি বছরের ২১ শে জুলাইয়ের পর থেকেই জল্পনা চলছে বঙ্গ রাজনীতিতে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে ঘিরে। তিনি গত নির্বাচনে রাজনীতির মঞ্চে পদার্পণ করেই গেরুয়া শিবির থেকে ভোটে দাঁড়ান বেহালা দক্ষিণ থেকে।
প্রসঙ্গত অভিনেত্রী নিজেও সেখানকার বাসিন্দা। কিন্তু তাতেও সেখানে তিনি বিশেষ সুবিধা করতে পারেননি ভোটের ফলাফলে। তিনি পরাজিত হওয়ার পরেই তাঁকে আর গেরুয়া শিবিরে দেখা যায়নি।
কিন্তু এবারে শাসক দলের শহীদ দিবসে ২১শে জুলাইয়ের মঞ্চে অভিনেত্রীকে দেখে অনেকেই মনে করছেন অভিনেত্রী আবারও আগামী ২০২৬ -এর বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন, দলবদল করে।
বর্তমানে এই নিয়ে বেশ চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। সেই জল্পনার অবসান করে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে এবিষয়ে জিজ্ঞেস করা হয় যে, তিনি হঠাৎ ২১শে জুলাইয়ের মঞ্চে কেন? তিনি বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী নিজে তাঁকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান ২১শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকার জন্য, তাঁর অনুরোধ ফেলতে পারে এমন কারোর সাধ্য নেই” বলেও দাবি তাঁর।
বর্তমানে আগামী নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে সামাজিক স্তরে চলছে গুঞ্জন। কারণ ভোটে প্রার্থী হওয়ার জন্য যে জনপ্রিয়তা প্রয়োজন তা অভিনেত্রীর আছে। তাহলে কি আসন্ন ভোটে আবারও প্রার্থী হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে ভোটের ময়দানে? এর প্রত্যুত্তরে তিনি জানান,“এখনও পর্যন্ত এই নিয়ে দলের কারোর সাথেই কোনো কথা হয়নি, কিন্তু তাঁর কাছে যদি ভবিষ্যতে কখনও সুযোগ আসে তাহলে তিনি আগে ভালো করে কথা বলে, বুঝে এগোবেন। যে ভুল তিনি পূর্বে করেছিলেন, না জেনে হঠাৎই রাজনীতিতে ঢুকে পড়েছিলেন, সে ভুলের তিনি আর পুনরাবৃত্তি করতে চান না।”
তাঁর এই বক্তব্যে অনেকেই মনে করছেন তাঁর নাম শুধু ঘোষণা হওয়ার অপেক্ষা মাত্র। প্রসঙ্গত, তিনি গতবারের নির্বাচনে বেহালা দক্ষিণ থেকে পার্থ চট্টপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি শ্রীঘরে, তাই সেখান থেকে শ্রাবন্তী চ্যাটার্জীকে প্রার্থী করতে পারেন শাসক দল।