Srabanti Chatterjee -Roshan Singh:বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশন সিং

Spread the love

Srabanti Chatterjee-Roshan Singh: বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশন সিং

বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী! কার সাথে সাত পাকে বাঁধা পড়লেন রোশন সিং? পাত্রী কে জানেন?

বেশ অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ২০০৩ সালে রাজীব কুমারকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাঁদের এক ছেলেও আছে। কিন্তু আচমকা ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁর। এরপর ২০১৬ সালে কৃষাণ বিরাজকে বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়েও ভেঙে যায়। শ্রাবন্তী তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন রোশন সিং-এর সঙ্গে। ২০১৯ সালে পাঞ্জাবি মতে চণ্ডীগড়ে গোপনে বিয়ে করেছিলেন তিনি রোশন সিংয়ের সঙ্গে। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে পাকাপাকিভাবে ডিভোর্স হয়ে যায় তাঁদের।

তিনবার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে একাধিকবার ট্রোলের শিকার হয়েছিলেন অভিনেত্রী। যদিও অভিনেত্রী এখনও সিঙ্গেল। অন্যদিকে ডিভোর্স হতে না হতেই ছাদনাতলায় অভিনেত্রীর প্রাক্তন স্বামী। ডিভোর্সের তিন মাসের মাথায় বিয়ের পিঁড়িতে বসলেন রোশন সিং। পাত্রী কে জানেন?

আরও পড়ুন:Srabanti Chatterjee:বঙ্গ রাজনীতিতে আবারও ফিরছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে লড়তে পারেন তিনি!

বেশকিছু দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল এক বাঙালি কন্যার প্রেমে পড়েছেন তিনি। এবার সেই জল্পনাকে উসকে গত মঙ্গলবার নিজেই বিয়ের কার্ড প্রকাশ্যে এনেছিলেন তিনি। কার্ডের ওপরে রোশন এবং তাঁর স্ত্রীর ছবি দেখতে পাওয়া যায়। যেখানে তাঁদের দুজনকে পিছনে ফিরে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়।

সূত্রের খবর,রোশনের দ্বিতীয় স্ত্রীর নাম অনামিকা মৈত্র। তিনি কলকাতার মেয়ে। মিডিয়া সায়েন্সে এমএসসি করেছেন দ্য হেরিটেজ একাডেমি থেকে। শুধু তাই নয়, সিম্বোসিস ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন তিনি। ৩১ জুলাই অনামিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন রোশন। অনামিকার সঙ্গে কোনোদিন সর্ম্পকের কথা গোপন রাখেননি তিনি। অন্যদিকে অনামিকাও নিজের ফেসবুক প্রোফাইলে রোশনের সঙ্গে নিজের সম্পর্কের কথা লিখে রেখেছেন।

আরও পড়ুন:Dev:”এমনি’টা, এমনি ভাবেই এসেছে,রুক্মিণী বলল…”, ‘এমনি’ ক্যাপশনের আসল রহস্য হল ফাঁস করলেন সুপারস্টার,কথা শুনে অবাক নেটিজেনরা!

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অনামিকা। সেখানে রয়েছে মেহেন্দি থেকে শুরু করে গায়ে হলুদের একাধিক ছবি। তবে বিয়ের ছবি এখনও শেয়ার করেননি তাঁরা।

Leave a Comment