Srijit-Susmita Relationship:”কয়েকদিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি,আমরা দু’জনে…” প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সৃজিত-সুস্মিতা
“কয়েকদিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি,আমরা দু’জনে…” প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন সৃজিত-সুস্মিতা, কী বললেন দু’জনে?
পরিচালক সৃজিত মুখার্জীর প্রাক্তনদের সংখ্যা বেশ দীর্ঘ। ছবির পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। সেই তালিকায় উঠে এসেছে ঋতাভরী চক্রবর্তী,স্বস্তিকা মুখার্জী, জয়া আহসানের নাম বহুবার। নায়িকাদের সঙ্গে প্রেম কিংবা তাঁদের সঙ্গী সম্পর্কে জড়িয়ে পড়া নতুন পরিচালকের কাছে কিছু নয়।
সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জীর সঙ্গে নাম জড়িয়েছে পরিচালকের। যা নিয়ে টলিপাড়ায় শোরগোল।
‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ের জন্য পুরীতে গিয়েছিলেন ছবির সদস্যরা। সেখানেই একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত ও সুস্মিতা। সেখান থেকেই পরিচালকের সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে সমুদ্রের ধারে বেশ মিষ্টি মুহূর্তে দেখা যায় দু’জনকে। এবং ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘স্যার আঁখো পর’। স্যার বলতে এখানে সৃজিতকেই বুঝিয়েছেন অভিনেত্রী।
ছবিটি পোস্ট করার পর থেকেই তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠছে। গুঞ্জন ছড়িয়ে পড়েছে পরিচালক ও নায়িকা নাকি চুটিয়ে প্রেম করছেন! এমনকি শোনা যাচ্ছে, দু’জনে পুরীতে একান্তে সময়ও কাটিয়েছেন।
প্রথমবার তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দুই তারকা? সম্প্রতি একটি ছবির প্রিমিয়ারে একসাথে হাতে হাত রেখে দেখা যায় দুজনকে। সুস্মিতাকে যেন চোখের আড়াল করতেই চাইছিলেন না সৃজিত।
প্রশ্ন করা হয়,তাঁরা কি সত্যিই প্রেম করছেন? প্রশ্ন শুনে হাসিমুখে সুস্মিতার দিকে তাকিয়ে সৃজিত বলেন, “সুস্মিতা কী বলবে তুমি?” সুস্মিতাও বেশ হাসির ছলে উত্তর দেন। বলেন,”আমি আর কি বলব, আমরা দু’জনে খুব ভাল বন্ধু, কয়েকদিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি। এরপর যারা যা কিছু বলছেন বা লিখছেন তা নিয়ে আমি কিছু বলতে চাই না।
পরিচালকের কথায়, “এই সময় দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে এত কথা বলা হচ্ছে আমি তো ভেবেই অবাক হচ্ছি, আমরা এই সময়ের ছবি বানাচ্ছি, তা নিয়ে কথা বলছি সেখানে একটা ছবির জন্য এত কথা, এর চেয়ে বেশি কিছু বলার নেই।”
অন্যদিকে স্ত্রী মিথিলার সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে পরিচালকের। স্ত্রীর সঙ্গে বহুদিন দেখা যায় না সৃজিতকে। বাংলাদেশে প্রায় আলাদাই থাকেন মিথিলা। বিচ্ছেদের গুঞ্জন উঠলও কেউই এই বিষয়ে মুখ খোলেননি।