Subhashree-Dev-‘Dhumketu’:”ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়”, অভিমানের সুরে প্রাক্তনের প্রশংসায় পাল্টা উত্তর শুভশ্রীর!

Spread the love

Subhashree-Dev-‘Dhumketu’:”ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়”, অভিমানের সুরে প্রাক্তনের প্রশংসায় পাল্টা উত্তর শুভশ্রীর!

“ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়…” দেবের প্রশংসায় পাল্টা প্রতিক্রিয়া শুভশ্রীর,কি জানালেন অভিনেত্রী?

আরও পড়ুন:Dev-Subhashree-Raj:”দেব আছে,শুভশ্রী আছে,অনেকদিন অপেক্ষা করেছিলাম ছবিটার জন্য আমিও…” ,’ধূমকেতু’ আসার অপেক্ষায় পরিচালক রাজ চক্রবর্তী! দেব-শুভশ্রীর জুটি নিয়ে প্রথমবার কি বললেন?

একটা সময় বাংলা দর্শকদের প্রচুর হিট ছবি উপহার দিয়েছিলেন টলিপাড়ার অন্যতম জুটি দেব-শুভশ্রী। বর্তমানে বেশ চর্চার কেন্দ্রে রয়েছে এই জুটি। কোনোদিন তাঁদের মধ্যে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও,পর্দার রসায়নের আঁচ এসে যে তাঁদের ব্যক্তিগত জীবনে পড়েছিল তা কারোর অজানা নয়। তারপর হঠাৎ তাঁদের বিচ্ছেদ, যা নিয়ে মন খারাপ হয়েছিল তাঁদের ভক্তদের। তারপর একসাথে আর জুটি বেঁধে কাজ করেননি তাঁরা। শোনা যায়,প্রেম ভাঙার পরও একসাথে ‘ধূমকেতু’ ছবিটি রাজি হয়েছিলেন তাঁরা।

আজও রহস্য থেকেই গেছে, তাদের সম্পর্কের পরিণতির জন্য কে দায়ী? তবে,আজ তাঁদের জীবনের পথ আলাদা হলেও,সেই পুরানো অধ্যায়ের রেশ যেন ‘ধূমকেতু’র আবহে আবারও ফিরে এল।

প্রায় ৯ বছর পর মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির প্রচারে এখনও অবধি একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে সম্প্রতি কিছু মন্তব্য করেন দেব। শুভশ্রী প্রসঙ্গে দেব বলেছেন, ‘”আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে! পাশপাশি দাঁড়ালে কী বলব জানি না। আমি ওর কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই। আমি ওকে কী-ই বা দেব যা ওর কাছে নেই। একটা মেয়ে হয়ে সংসার,সন্তান ও কেরিয়ার যেভাবে সামাল দিচ্ছে তা প্রশংসনীয়, খুব সোজা কাজ নয়।” দেবের এই খোলামেলা ও আন্তরিক মনোভাবের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি।

আরও পড়ুন:Mamata shankar On Urfi Javed Surgery:বর্তমানে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়ানোর নেতিবাচক প্রভাব নিয়ে কী মত দিলেন মমতা শঙ্কর?

এবার দেবের প্রশংসায় পাল্টা জবাব দিলেন শুভশ্রী। অভিনেত্রীর কাছে প্রশ্ন আসে, দেবের কথার কী প্রতিক্রিয়া দেবেন তিনি? খানিকটা অভিমানের সুরে শুভশ্রী বলেন, “ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়। তবে এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই বড় বিষয়। যদিও আমি দেবকে ধন্যবাদ জানাব আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে, প্রশংসা করেছে। আমিও বলছি, দেবও খুব ভাল কাজ করছে।”

আরও পড়ুন:Dev-Subhashree-Dhumketu:“আমি জানি না আমরা প্রথমবার একসাথে বসলে কি কথা বলব? কিছু কথা রয়েছে হয়ত যেটা বলা উচিৎ নয়।” অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সাথে আবার প্রথম সাক্ষাৎ! তা ভেবেই বিশেষ বিচলিত টলিউড সুপারস্টার!

Leave a Comment