Subhashree Ganguly:অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বিচারক হওয়ার যোগ্য কি না, তা নিয়ে চলছে বিস্তর চর্চা
বাংলার লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি, বর্তমানের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম সফল অভিনেত্রী। কিন্ত তাতেও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। তাঁকে নিয়ে প্রায় প্রতিদিনই চর্চা, সমালোচনা কিংবা বিতর্ক লেগেই রয়েছে বিনোদন জগতে।
খবরের শিরোনামে তাঁর নাম প্রায়ই উঠে আসে কখনও তাঁর ব্যক্তিত্ব বা আবার কখনও বা ব্যক্তিগত জীবনের কার্যকলাপ নিয়ে।
Anjana Basu Son:ছেলে ও তার বন্ধুদের কাণ্ড দেখে রেগে আগুন অঞ্জনা বসু। কি দেখে রেগে গেলেন অভিনেত্রী?
তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমানে তিনি নিজেকে প্রমাণ করেছেন বড় পর্দার ‘পরিণীতা’ সিনেমার “মেহুল”, ‘ বাবলি’ ছবির “বাবলি” কিংবা ওটিটি প্ল্যাটফর্মেও ‘ ইন্দুবালা ভাতের হোটেল’ এর মতো একটি সাহিত্য নির্ভর করে নির্মিত জনপ্রিয় সিরিজ, তিনি ফুটিয়ে তুলেছেন তাঁর নিজস্ব অভিনয় দক্ষতায়।
Nusrat Jahan:রান্নায় পটু ছেলে! গর্বিত মা নুসরাত কী লিখলেন?
কিন্তু এরপরেও উঠছে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন! দর্শকরা তাঁর অভিনয়ে মুগ্ধ হলেও তাঁর নাচ দেখলেই বেজায় চটে যান।
প্রসঙ্গত উল্লেখ্য তিনি জি বাংলার জনপ্রিয় “ডান্স বাংলা ডান্স”-এর মঞ্চে বিচারকের ভূমিকায় রয়েছেন। তিনি যে নৃত্য পটিয়সী নন তা তাঁর ভক্তদের কাছে বেশ স্পষ্ট হলেও সম্প্রতি সেই অনুষ্ঠানে তাঁর একটি নাচের ভিডিও বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Kajol-Ajay:নিজের স্বামীর ‘আঙুলের নাচ’ দেখে ট্রোল করে বসলেন কাজল!
সেখানে দেখা যাচ্ছে তিনি “মাহি ভে” গানের সাথে অদ্ভুত অঙ্গভঙ্গি করে নাচছেন। সেই নাচের মাঝেই তিনি “মাইকেল জ্যাকসনের” একটি জনপ্রিয় হুক স্টেপ করার চেষ্টা করেন। কিন্তু তা দেখতে খুবই দৃষ্টিকটু লাগে দর্শকদের।
তাই আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতা “ডান্স বাংলা ডান্স” এর মতো একটি অনুষ্ঠানে তিনি বিচারকের আসনে কিভাবে নিযুক্ত হয়েছেন? তা নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা।
দর্শকরা তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হলেও তাঁর নাচ দেখে যে বেশ বিরক্ত হয়েছেন তা বলাবাহুল্য। তাঁর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সমাজমাধ্যমের পাতায়।
‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ নেটিজেনদের!