Subhashree-Rukmini:”ভেতর ও বাইরে তুমি একজন দারুণ মানুষ,মজা করছি…”শেষবার শুভশ্রীকে কি বলেছিলেন রুক্মিণী? জানেন কি?

Spread the love

Subhashree:Rukmini:”ভেতর ও বাইরে তুমি একজন দারুণ মানুষ,মজা করছি…”শেষবার শুভশ্রীকে কি বলেছিলেন রুক্মিণী? জানেন কি?

“ভেতর ও বাইরে তুমি একজন দারুণ মানুষ…” শেষবার শুভশ্রীকে কী বলেছিলেন রুক্মিণী? সামনে এল ২০১৫ সালের সেই গোপন কথোপকথন

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি জুড়ে এখন ‘ধূমকেতু’ ঝড়। এই ছবির হাত ধরে এক যুগ পর ফিরছে হারিয়ে যাওয়া দেব-শুভশ্রী জুটি। পর্দায় তাঁদের রোম্যান্স দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শক। নয় বছর পর আবার ফিরছেন তাঁরা।

শোনা যায়, এই ছবির শুটিংয়ের সময়ে দেবের সঙ্গে নাকি প্রেম চলছিল রুক্মিণী মৈত্রর, বিচ্ছেদ হয়েছিল শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। তবে সেই সময়ে শুভশ্রী ও রুক্মিণীর মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। প্রাক্তন ও বর্তমান প্রেমকে নিয়ে কোনও দূরত্ব তৈরি হয়নি। যদিও তারপর থেকেই কোনো এক কারণেই দেবের সঙ্গে আর কথা হয় না শুভশ্রীর। এমনকী এত বছরে একটি অনুষ্ঠান ছাড়া তাঁরা সেইভাবে মুখোমুখিও হননি।

আরও পড়ুন:Dev:পুরানো কথা রাখতেই প্রেমিকাকে করেছিলেন নিজের প্রথম প্রযোজিত ছবির নায়িকা, তারপরেই বিচ্ছেদ! সম্পর্ক নিয়ে অকপট টলিউড সুপারস্টার দেব

রুক্মিণীর সঙ্গেও কথা হয় না শুভশ্রীর! দেবের জন্যই নাকি দুই অভিনেত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। মাঝে চর্চা শুরু হয়েছিল ‘বিনোদিনী’র চরিত্র নিয়ে শুভশ্রী নাকি রুক্মিণী কে বেশি দক্ষ? দুই অভিনেত্রীর মধ্যে তুলনা হয়েছে একাধিকবার। ‘বিনোদিনী’ হিসেবে রুক্মিণীকে দেখেছেন দর্শকেরা। এবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির মাধ্যমে ‘বিনোদিনী’ চরিত্রে দর্শকের সামনে আসতে চলেছেন শুভশ্রী। এই প্রসঙ্গে দেব অবশ্য বলেছিলেন,তাঁর কাছে একজনই ‘বিনোদিনী’, তিনি রুক্মিণী। অন্যদিকে, ‘বিনোদিনী’ প্রসঙ্গে শুভশ্রী জানিয়েছিলেন, রুক্মিণী তাঁর থেকে বয়সে অনেকটাই ছোট,অভিনয়ের দিক থেকে জুনিয়র। সে তাঁর মতো অবশ্যই ভাল কাজ করেছে, কিন্তু তা বলে দু’জনের মধ্যে তুলনা আসা উচিত নয়।

কিন্তু একসময় এই দুই অভিনেত্রীর মধ্যে দারুণ সম্পর্ক ছিল। দুই অভিনেত্রীকে নিয়ে সেই সময় ছবিও পোস্ট করেছিলেন দেব। একসঙ্গে ছবি তোলেন শুভশ্রী এবং রুক্মিণীও। শুধু তাই নয় সেই ছবি সমাজমাধ্যমে ভাগও করেছিলেন তাঁরা। নিজেদের ছবি শেয়ার করে সমাজমাধ্যমে একে অপরের সাথে কথাও বলেন তাঁরা।তবে জানেন কি ২০১৫ সালে এই ছবির শুটিং শেষে শুভশ্রী এবং রুক্মিণীর মধ্যে শেষবার কী কথা হয়েছিল? প্রথমবার প্রকাশ্যে এল তাঁদের কথোপকথন। সেই সময়ে রুক্মিণীর উদ্দেশ্যে শুভশ্রী লেখেন, “ধন্যবাদ একটা দারুন ডিনারের জন্য, তুমি আসলে সুইটহার্ট।” রুক্মিণী শুভশ্রীকে পাল্টা জবাব দিয়ে লিখেছিলেন, “আমাদের ছোট্ট আফটার পার্টিটা আরও ভাল ছিল। যাই হোক, মজা করছি। ভেতর ও বাইরে তুমি একজন দারুণ মানুষ।”

দুই অভিনেত্রীর মধ্যে এমন বন্ধুত্ব ঠিক কী কারণে নষ্ট হয়েছিল, তা আজও জানা যায়নি। অনেকের মতে, হয়ত বা তাঁদের বন্ধুত্ব নষ্ট হয়নি। যদিও তাঁদের আর কোথাও একসঙ্গে দেখা যায়নি।

Leave a Comment