Sudipa Basu:বিয়ে সংসার ও বিচ্ছেদ নিয়ে অকপট অভিনেত্রী সুদীপা বসু
তিনবার বিয়ের পিঁড়িতে বসেও দাম্পত্য জীবন ব্যর্থ অভিনেত্রীর! কর্মজীবনে সাফল্য পেলেও বিবাহিত জীবনে সুখ রয়ে গিয়েছে অধরা। বিয়ে সংসার ও বিচ্ছেদ নিয়ে অকপট অভিনেত্রী সুদীপা বসু।
বাংলা চলচ্চিত্র জগতের এক অতিপরিচিত মুখ, বর্ষীয়ান অভিনেত্রী সুদীপা বসু। তাঁর সুদীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের সামনে নাটক মঞ্চস্থ থেকে শুরু করে, করেছেন একাধিক সিনেমা, ধারাবাহিক এবং ওয়েব সিরিজে কাজ। প্রতিটি মাধ্যমেই দর্শকদের নজর কেড়েছেন তিনি,তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে।
তাঁর জীবনে এসেছে নানা অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি। মুখোমুখি হতে হয়েছে তাঁকে একাই। একসময় হাত খরচের অর্থের জন্য করেছেন বিস্কুট ও লজেন্স বিক্রিও।
সবটাই সামলে এসেছেন জীবনের সঙ্গে তাল মিলিয়ে। তবে বর্তমানে কাজের পাশাপাশি নিজের মতো করেই সময় কাটাচ্ছেন এই শক্তিশালী,প্রতিভাবান অভিনেত্রী।
সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি সাক্ষাৎকারে তিনি অকপটে জানিয়েছেন, তাঁর জীবনের প্রতিফলনের কথা।
অভিনেত্রী ব্যক্তিগত জীবনে বর্তমানে সিঙ্গেল। বর্তমানে তিনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না থাকলেও, ছাদনাতলায় ঠিকই বসেছিলেন। একবার নয়, বরং তিন-তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী।
প্রথমবার তাঁর সহ-শিল্পী অভিনেতা শৈবাল বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অল্প দিনের আলাপ থেকেই নেন বিয়ের সিদ্ধান্ত। যা শেষ পর্যন্ত হটকারিতা মনে হয়েছিল দুজনেরই। শেষ পর্যন্ত একটা পর্যায় টেকেনি সেই সম্পর্ক।
এরপরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন সুদক্ষ অভিনেতা চন্দন সেনকে। দু’জনের মধ্যে বন্ধুত্ব ছিল গভীর। সেখান থেকেই এগোয় বিয়ের সিদ্ধান্তে। তাঁদের মধ্যে ভালোবাসার ও বন্ধুত্বের সম্পর্ক সুগভীর থাকলেও, ভাঙ্গন ধরেছিল সেই সম্পর্কেও। দাম্পত্য সম্পর্ক হিসেবে সে বন্ধন বেশিদিন স্থায়ী হয়নি।
তৃতীয়বার হাল ছেড়ে না দিয়ে ভালোবেসে আবারও সাহসী সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিয়ের করবেন বলেও ঠিক করেছিলেন তিনি। কিন্তু সেখানে তাঁকে এক বিশেষ শর্ত জুড়ে দেয় তাঁর হবু স্বামী। তিনি জানান, “বিয়ের পর অভিনেত্রীকে অভিনয় থেকে সরে আসতে হবে।”
সেই সময় অভিনেত্রী দাম্পত্য সুখের আশায় ফিরিয়ে দিয়েছিলেন একসঙ্গে আটটি ধারাবাহিকের কাজের প্রস্তাব!
তাঁর দীর্ঘ অভিনয় জীবন অর্থাৎ তাঁর মূল পেশা ছেড়ে এক কথায় বিদায় নেন অভিনেত্রী। শুধু তাই নয়, অভিনয় জগৎকে পিছনে ফেলে কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে চলে যান তিনি। সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি সেখানে। টেকেনি সেই সম্পর্কও, তবে এখন তিনি একা।
বর্তমানে সেই অধ্যায় এখন অতীত। অতীতের স্মৃতি সঙ্গে নিয়েই এখন নিজের মতো করে জীবনযাপন করছেন তিনি। জীবনের নানা প্রতিকূলতা সত্ত্বেও হার মানেননি তিনি। বর্তমানে যদিও নতুন করে আবারও রূপোলি পর্দায় অভিনয়ে ফিরেছেন তিনি। এখন যদিও নিজেকে একাই সঙ্গ দিচ্ছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।