Sudipta Chakraborty:”আপনাদের অনুরোধ,এবার আপনারা দয়া করে থেমে যান…”,হঠাৎ কেন এমন বললেন অভিনেত্রী সুদীপ্তা?

Spread the love

বেশকিছু বছর আগে কালার্স বাংলায় শুরু হয়েছিল ‘রান্নাঘরের গপ্পো’ নামে এক রান্নার শো। যেখানে সঞ্চালিকা হিসাবে দেখা গিয়েছিল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। সেখানেই এক নেটিজেন কটাক্ষ করে বসেন তাঁকে।

লেখেন,’ঠিক কাজই নিয়েছেন। বাড়িওয়ালী সিনেমায় তো রান্নার কাজই করতেন। ওখান থেকেই হাতে খড়ি…।’ সুদীপ্তা তো বটেই, অন্যান্য নেটিজেনরাও যোগ্য জবাব দিয়েছিলেন সেই ব্যক্তিকে।

হঠাৎ করেই তাঁর এই পোস্টটি আবারও ভাইরাল হতে থাকে সমাজমাধ্যমে। যা অভিনেত্রীরও নজর এড়ায়নি। যার জেরে অভিনেত্রী ফেসবুকে একটি পোস্ট করে লেখেন,”বছর দুই/তিন আগে আমার একটি রান্নার শো নিয়ে করা পোস্টে এক অর্বাচীন এক অদ্ভুত কমেন্ট করেন এবং আমি আমার শিক্ষা ও রুচি অনুযায়ী তার উত্তর দিই।

Rituparna Sengupta:বর্ষীয়ান অভিনেত্রীর এধরনের পোশাক কখনওই আশা করেননি তাঁরা

কিন্তু ব্যপারটা সেখানেই শেষ হয়না। আমার পোস্টের সঙ্গে সেই কমেন্ট এবং তার পাশে আমার উত্তরের স্ক্রিনশট জুড়ে বেশ কিছু মানুষ আমাকে ধন্যবাদ জানিয়ে ও আমার প্রশংসা করে সেই স্ক্রিনশট পোস্ট করতে থাকেন, সঙ্গে সেই কমেন্টদাতার নিন্দা। এই অবধি ব্যাপারটা মোটামুটি ঠিকই ছিল।

কিন্তু কোন এক অজানা কারণে দেখি সেই পোস্ট মাঝেমধ্যেই ঘুরতে থাকে সমাজমাধ্যমে। তারপর টানা কয়েকদিন ধরে সেই পোস্ট আবার প্রচুর শেয়ার হতে থাকে।

Rural Village Sad Story:প্রত্যন্ত এক গ্রামে শিশুদের ভবিষ্যৎ গড়ার দায়িত্বে এক সাধারণ গৃহবধূ

বলাই বাহুল্য যে সেসব পোস্ট আমাকে প্রশংসা করেই করা হয়। তার জন্য আমি কৃতজ্ঞ।

তবু এই বিষয়ে সকলকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে যিনি সেই কমেন্টটা করেছিলেন, আশা করা যায় তিনি তাঁর ভুল এতদিনে বুঝতে পেরেছেন। এক লাইন কমেন্ট করার শাস্তি বছর বছর ধরে তাঁকে দিয়ে চলার কোন যুক্তি নেই।

গত দুদিন ধরে দেখছি আবার সেই ঘটনা ঘটছে।আপনাদের অনুরোধ, এবার আপনারা দয়া করে থেমে যান।”

Arijit Singh-Amaal Mallik:অরিজিৎকে নিয়ে বিস্ফোরক দাবি অমাল মালিকের?

Leave a Comment