Sumi Har Chowdhury:মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় পাওয়া গেল টলিপাড়ার অভিনেমানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় পাওয়া গেল টলিপাড়ার এক অভিনেত্রীকে?
স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে ‘রাঙা কাম্মা’ অর্থাৎ পর্দার ‘অনামিকা’ অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া যায় পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষের কাছে রাস্তাতে।
একসময় নিয়মিত টেলিভিশনের পর্দায় তাঁকে দেখা যেত। তাঁর এরূপ অবস্থা দেখে আঁতকে উঠেছেন অনেকেই। দিশাহীনভাবে হবে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। ২০২৫ সালের জানুয়ারি মাসেও একটি নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে হঠাৎ কেন এই অবস্থা হল অভিনেত্রীর?
Debleena Dutt:”বয়কট করা হোক,ছি! কিছু বলার নেই। সংস্কৃতির মানকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?…”
বহুদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত থাকলেও টলিউডে তাঁর বন্ধুর সংখ্যা নেই বললেই চলে। বিভিন্ন চ্যানেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করার পাশাপাশি নাটকের দলের সাথে যুক্ত ছিলেন তিনি।
জানা যায়,অভিনেত্রীর পরিবার বলতে রয়েছে তাঁর একমাত্র মেয়ে। যদিও তাঁর মেয়ের সঙ্গেও সম্প্রতি কোনও সম্পর্ক ছিল না সুমির। মায়ের সঙ্গেও বহুদিন থেকেই সম্পর্ক নেই অভিনেত্রীর। একাধিক ধারাবাহিকে কাজ করলেও তেমনভাবে গভীর বন্ধুত্ব কারোর সঙ্গেই তৈরি হয়নি এই অভিনেত্রীর।
তবে সম্প্রতি তাঁকে বর্ধমানে একটি এলাকায় দিশাহীন ভাবে ঘুরতে দেখা যায়। এরপর বৃষ্টি আসায় আরামবাগ রোডের ধারে একটি বাস স্ট্যান্ডে বসতে থাকতে দেখা যায়। পরনে ছিল অপরিষ্কার পোশাক,উস্কো খুসকো চুল।
স্থানীয় বাসিন্দাদের নজরে আসেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রশ্ন করে জানতে পারেন তিনি অভিনয় করেন,কিন্তু কোথায় থাকেন সেই প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন তিনি। এরপরই স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে মিশনারিস অফ চ্যারিটিতে তাঁকে রাখার ব্যবস্থা করা হয়।
শোনা যায়,অতিরিক্ত নেশা করতেন তিনি। যদিও এই ব্যাপারে নিশ্চিত কোনও খবর নেই। অভিনেত্রীকে এইভাবে দেখে অবাক তাঁর সহকর্মীরা। এতদিন কোথায় ছিলেন তিনি? ঠিক কী কারনে তিনি বর্ধমান গিয়েছিলেন সেটাও জানা যায়নি।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর এমন অবস্থা দেখে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। কাজ না পাওয়ার কারণেই কি এই অবস্থা হয় সুমির? ইন্ডাস্ট্রিতে সত্যিই কি বন্ধু হয় না? কাজ না থাকলেই কি সেই মানুষটা মূল্যহীন হয়ে যান? নাহলে এতদিন কোথায় ছিলেন অভিনেত্রী, তা কেউ জানতে চাননি। সমাজমাধ্যমে উঠে আসছে এমনই নানা প্রশ্ন।
এর আগেও বহুবার একাধিক তারকাকে মানসিক চাপের মধ্যে দেখা গিয়েছে। অবসাদে থাকতে দেখা গেছে। কেউ একেবারে বিনোদন জগৎ থেকে হারিয়ে গেছেন। আবার কেউ লড়ে চলেছেন এখনও। কিন্তু সুমির এই পরিণতির ঠিক কী কারণ, তা যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
বেসামাল জীবনযাত্রার কারণেই কি এই হাল অভিনেত্রীর? যদিও এখনই আসল কারণ বলার মতো অবস্থায় নেই তিনি। তবে জানা যাচ্ছে, সুস্থ আছেন তিনি।ত্রী সুমি হর চৌধুরীকে
Aritra Dutta Banik:”আশা করি দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব…”,বহু বছর ফিরছেন অরিত্র দত্ত বণিক!