Susmita Roy:সিঁদুর নিয়ে এরকম মজা ভালো নয়, সবই ভিউ,ব্যবসার জন্য!…” নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী সুস্মিতা রায়,পাল্টা জবাব দিতে ছাড়লেন না অভিনেত্রী

Spread the love

Susmita Roy:”সিঁদুর নিয়ে এরকম মজা ভালো নয়, সবই ভিউ,ব্যবসার জন্য!…” নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী সুস্মিতা রায়,পাল্টা জবাব দিতে ছাড়লেন না অভিনেত্রী

কিছু মাস আগে জন্মদিনের দিনই স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিনেত্রী সুস্মিতা রায়। আর এই খবরে সিলমোহর দিয়েছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। অভিনেত্রী হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। পাশাপাশি শুরু করেছেন নিজের ব্যবসাও। ভীষনভাবে কাজ নিয়ে ব্যস্ত তিনি,এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। সামলে চলেছেন ঘর এবং বাইরের দুটো জগৎই।

রাখি পূর্ণিমায় সুস্মিতাকে দেখে বিরক্ত প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। সেদিন অভিনেত্রী তাঁর দুটো অফিসেই পূজার আয়োজন করেছিলেন। সেই ভিডিও দেখা যায় তাঁর সমাজমাধ্যমের পাতায়। অভিনেত্রীর পরনে ছিল সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ। চুলে হাত খোপা, পরনে লাল-সাদা শাড়ি। তাঁর এমন সাজ দেখে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন,’স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরেও কীভাবে সিঁদুর পরছেন তিনি! কেন সিঁদুর নিয়ে ছেলেখেলা করছেন, পরিণতি ভাল হবে না।’ কারও কথায়,’যখন বিচ্ছেদ হয়ে গিয়েছে, ভালবাসার মানুষকে আর ভালবাসেন না, তা হলে সিঁদুর পরেছেন কেন?’ এমন মন্তব্য ধেয়ে এসেছে তাঁর দিকে।

আরও পড়ুন:Subhashree Ganguly:’সবচেয়ে বেশি হিংসা করি ইউভানকে…’, মা হয়ে নিজের ছেলেকেই হিংসে! কেন এমন বললেন শুভশ্রী?

অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। অভিনেত্রী জানান,” বন্ধুত্ব নেই, কথাবার্তা নেই। কিন্তু তাই বলে সব্যসাচী আমার শত্রু, তেমনটা নয়। আমি আমার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। তাই লোকে কী বলছে কী মন্তব্য করে যাচ্ছে আমার সমাজমাধ্যমে, দেখার সময় নেই।” অপরদিকে প্রশ্ন উঠেছে, সায়ককে কেন রাখি পরালেন না  তিনি!

বিচ্ছেদের জন্য বদলে গেছে সম্পর্কের সমীকরণ। তাই কুটনি বৌদির হাত থেকে সায়কের রাখি পরার ছবিও এবারে আর দেখা যায়নি সমাজমাধ্যমের পাতায়। তবে এখন সেসব অতীত। কিন্তু এই সুন্দর মুহূর্তটি যে তাঁর অনুরাগীরা ভীষণ মিস করেছেন, তা অভিনেত্রীর কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়।

 

Leave a Comment