Susmita Roy:”জন্মদিনের দিন বিচ্ছেদের ঘোষণা এটা সব্যসাচীর সিদ্ধান্ত ছিল,মাকেও নানাভাবে কটাক্ষ করা হচ্ছে…”,ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেত্রী, সঙ্গে মায়ের নাম জড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি!

Spread the love

Susmita Roy:”জন্মদিনের দিন বিচ্ছেদের ঘোষণা এটা সব্যসাচীর সিদ্ধান্ত ছিল,মাকেও নানাভাবে কটাক্ষ করা হচ্ছে…”,ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেত্রী, সঙ্গে মায়ের নাম জড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি!

“এটা সব্যসাচীর সিদ্ধান্ত ছিল। একটা বিশেষ দিন লাগবে এই খবরটা সকলের সামনে আনার জন্য…” “আমার মাকে নান ভাবে কটাক্ষ করা শুরু হচ্ছে,কেবল মেয়ের মা বলে?” সব্যসাচীর সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেত্রী, সঙ্গে মায়ের নাম জড়ানো নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি!

অভিনেত্রী সুস্মিতা রায় ও সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর ডিভোর্স নিয়ে তোলপাড় নেটদুনিয়া। ঠিক কী কারণে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন তা এখনও অস্পষ্ট তাঁদের অনুরাগীদের কাছে। এখনও অনেকেই মানতে নারাজ যে তাঁদের ডিভোর্সের খবরটা সত্যি। দুজনেই এগিয়ে চলেছেন তাঁদের ভিন্ন পথে।

Sayak chakraborty:”ভেঙে গেল সম্পর্কটা,ওঁরা আলাদা হয়ে যদি ভালো থাকে থাকুক…”,দাদা-বৌদির ডিভোর্স নিয়ে মুখ খুললেন সায়ক!

চলতি মাসের দুজনেই বিচ্ছুদের খবর প্রকাশ্যে এনেছিলেন। তবে তাঁদের এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা নানাভাবে চর্চা শুরু করেছেন। কিছু কিছু ক্ষেত্রে সুস্মিতার মাকেও দায়ী করা হচ্ছে। এবার এই সবটা নিয়ে বেশ কড়া ভাষায় জবাব দিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয় কেন জন্মদিনে তাঁরা বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন?

এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,”এটা সব্যসাচীর সিদ্ধান্ত ছিল। একটা বিশেষ দিন লাগবে এই খবরটা সকলের সামনে আনার জন্য, তাই ওই দিনটাকেই বেছে নেওয়া হয়।” তবে জন্মদিনে বিচ্ছেদ ঘোষণা করা হোক তা খুব একটা চাননি সুস্মিতা। তাঁর কথায়,”আমি আর একটু পরে চেয়েছিলাম। কিন্তু সেই যখন দু’দিন পরেই বলতে হবে, আর মানুষজন এত প্রশ্ন করছিলেন, তো সেই জায়গা থেকে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে।”

Mamata Shankar -Debleena Dutt:”এই গানের সঙ্গে ‘চন্ডালিকা’র কোন সম্পর্ক নেই,আমার কথাটাই বাদ দিয়ে দেওয়া হল…” দেবলীনার ‘চন্ডালিকা’ বিতর্কে মুখ খুললেন মমতা শংকর!

এছাড়াও বিচ্ছেদ নিয়ে শুনতে হয়েছে সুস্মিতা ও তাঁর মাকে নানান কটাক্ষ। এই প্রসঙ্গে সুস্মিতা বলেন, “আমরা জানিয়েছিলাম এটা আমাদের সমবেত সিদ্ধান্ত। কিন্তু আমাদের সংসারের মধ্যে আমরা যখন থাকি একসঙ্গে, তখন আমাদের মধ্যে কী চলছে সেটা শুধু মাত্র আমরাই জানি, আমাদের পরিবারের মানুষরা জানেন। যাঁরা ভ্লগ দেখেন তাঁরা তো সবটা জানেন না। কারণ সবটা তো আমারা ভ্লগে তুলে ধরি না। তাই আমরা বলেই ছিলাম এটা নিয়ে কাঁটাছেঁড়া বন্ধ করা হোক। কিন্তু তাতেও সকলের কথা থামে না।

Sumi Har Chowdhury:মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় পাওয়া গেল টলিপাড়ার অভিনেত্রী সুমি হর চৌধুরীকে

শুধু তাই নয় আমার মা-কে নানা ভাবে কটাক্ষ করা শুরু হয়। এই সবের জন্য নাকি আমার মা দায়ী, কেবল মেয়ের মা বলে? মা খুব কষ্ট পান এতে। এই বয়সে এসে মাকে স্যোশাল মিডিয়ায় অপমানিত হতে হচ্ছে।

সুস্মিতার মতে,তাঁর মায়ের চেহারার জন্য বিশেষ করে গায়ের রঙের জন্য তিনি এই কটাক্ষের মুখে আরও বেশি করে পড়ছেন। তিনি জানান, “মায়ের গায়ের রং একটু কালো। সৌন্দর্যের তথাকথিত মাপকাঠি অনুযায়ী দেখতে নয় মাকে। সেখান থেকে কিছু মানুষের ধারনা মায়ের জন্য মনে হয় এটা হয়েছে। হাজার আমাকে কুঠার আঘাত করুক আমি ভাঙব না, আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে উত্তরও দেব না।

কারণ আমি কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নই। ভালো খারাপ সবার মধ্যে থাকে, তাই ওঁর ওটা ভুল তাই থাকব না, বা আমার এটা ভুল তাই ও আমার সঙ্গে থাকবে না। ওভাবে বলা যায় না।”

এইসবের মাঝে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন,’ডিভোর্সের পরেও তিনি এখনও সিঁদুর পড়ছেন কেন? কি প্রমাণ করতে চাইছেন?’

তবে তিনি এই মুহূর্তে এই সব নিয়ে ভাবছেন না। তিনি বর্তমানে তাঁর কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান, এমনটাই জানান সুস্মিতা।

Dance Controversy:রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের সঙ্গে হিন্দি গান! বেজায় চটলেন মানসী, মালবিকারা,বিতর্কের মুখে কী বললেন দেবলীনা দত্ত?

 

Leave a Comment