Sayak:নিজের কোন অসুস্থতার কথা জানালেন সায়ক?

“জীবনে হঠাৎ নেমে আসল কঠিন অসুখ…”,সমাজমাধ্যমে নিজের কোন অসুস্থতার কথা জানালেন সায়ক?

খুশির মুহূর্তের মাঝেই সায়কের জীবনে এল দুঃখের ছায়া। কিন্তু হঠাৎ কি হল অভিনেতার? সমাজমাধ্যমে জীবনের নানা খুটিনাটি বিষয় তাঁর অনুরাগীদের সাথে ভাগ করে নেন সায়ক। কিছুদিন আগেই নিজের বাড়ি তৈরি করার জন্য জমি কেনার স্বপ্ন পূরণের জন্য আনন্দে আত্মহারা ছিলেন অভিনেতা।

কিন্তু হঠাৎ তার জীবনের নেমে এল এক কঠিন অসুখ। সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজেই সেই খবর জানালেন অভিনেতা। যা শুনে তাঁর অনুরাগীদের মন খারাপ হয়ে যায়। অভিনেতা ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন,”জীবনে হঠাৎ নেমে আসলো কঠিন অসুখ।”

আরও পড়ুন 👉

সায়ক বলেন,”আমার স্পন্ডেলাইটিসের যন্ত্রণা মাঝে মাঝেই আমাকে কষ্ট দেয়। যদিও সব সময় নয়, কিন্তু মাঝে মাঝেই আমি কষ্ট পাই। কিন্তু এবারে ব্যথা খুব বেড়ে গেছে। বিছানা থেকে মাথা তুলতে পারছি না। দাঁড়িয়ে থাকলে কিছু হচ্ছে না কিন্তু বসে থাকলে বা শুয়ে থাকলেই মাথা ঘুরছে।

শুধু মাথা ঘুরছে বললে ভুল বলা হবে, আমি যখনই তাকাচ্ছি দেখতে পাচ্ছি পুরো ঘরটা ঘুরছে। ভীষণ কষ্ট হচ্ছে। কাজও করতে পারছি না। এখনও পর্যন্ত একটা ভিডিও পোস্ট করতে পারিনি। তবে এই বেল্ট পরে আমার কিছুটা আরাম লাগছে। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন তিনি।

Rituparna Sengupta:বর্ষীয়ান অভিনেত্রীর এধরনের পোশাক কখনওই আশা করেননি তাঁরা

যদিও এই একটাই সমস্যা নয়, থাইরয়েডের সমস্যাও রয়েছে তাঁর। নিয়মিত ওষুধও খান তিনি। কিন্তু মাঝে মাঝে সমস্যা বাড়লে তখন খুব কষ্ট হয়।”

ভিডিওটি দেখে অনুরাগীরা অনেকেই সুস্থতা কামনা করেছেন অভিনেতার জন্য।

Read more