Tiyasha-Sohail-Relationship:হবু শাশুড়ির সঙ্গে উদ্দাম নাচ তিয়াশার,অন্যদিকে প্রেমিক সোহেল কিভাবে যত্ন নেয় তাঁর?কি জানালেন অভিনেত্রী?
হবু শাশুড়ির সঙ্গে উদ্দাম নাচ তিয়াশার, অন্যদিকে সোহেল কিভাবে যত্ন নেয় তিয়াশার?ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হল ভাইরাল, হবু শাশুড়ি ও বৌমার যুগলবন্দিতে মুগ্ধ নেটিজেনরা। কি জানালেন অভিনেত্রী?
কিছুদিন আগে হবু শাশুড়ি মায়ের জন্মদিন পালন করতে দেখা যায় অভিনেত্রী তিয়াশা লেপচাকে। তারপর কলকাতার নামি ক্লাবের খুঁটিপুজোতেও সোহেলের মা লোপা দত্ত ও তিয়াশাকে একফ্রেমে দেখা গিয়েছিল। আর এবার সোহেলের মায়ের সঙ্গে শাহরুখ-কাজলের গানে রিল বানালেন অভিনেত্রী!
Sohail -Tiyasha-Suban:প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেলের!
সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও কাছাকাছি এসেছিলেন সোহেল-তিয়াশা। খুল্লামখুল্লা প্রেম করছেন তাঁরা। সোহেলের মায়ের সাথেও তাঁর সম্পর্ক নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রী একটি রিল পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে একেবারে ঘরোয়া পোশাকে কোনো মেকআপ ছাড়াই ধরা দিয়েছিলেন নায়িকা, সঙ্গে ছিলেন হবু শাশুড়ি অর্থাৎ সোহেলের মা লোপা দত্ত। শাহরুখ-কাজলের বিখ্যাত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর বিখ্যাত গান ‘মেরে খোয়াব মে যো আয়ে…’-তে নাচ করতে দেখা গিয়েছে দুজনকে।
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ছোটপর্দার জনপ্রিয় মুখ মিষ্টি সিং কমেন্ট করে লেখেন, ‘কিউট’। সোহেলের মাও কমেন্ট করে লেখেন, ‘Lovely daughter।’ হবু শাশুড়ি ও বৌমার যুগলবন্দিতে মুগ্ধ নেটিজেনরা। ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন,’শাশুড়িকে তো বেশি ইয়ং লাগছে গো তিয়াশা। এভাবেই মজায় কেটে যাক বাকি পথটা।’
তবে সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে দেখা যায় তিয়াশা লেপচাকে। প্রেমিক সোহেল কীভাবে যত্ন নেয় তিয়াসার? সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী।
“তিয়াশা নাকি খুবই অলস।” এমনটাই জানান অভিনেত্রী লেখা চ্যাটার্জি। তারপরই তিয়াশাকে বলতে শোনা যায়, “জলটাও যদি কেউ খাইয়ে দিত তাহলে ভালো হত।” এরপর রচনা ব্যানার্জি বলেন, “যে এখন জীবনে এসেছে সব জেনে এসেছে তো?” সেই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে তিয়াশা বলেন,”সে আসার পর থেকে আমার আরও এটা হয়ে গিয়েছে।”
এরপর নাম না করেই মজার ছলে, আকারে ইঙ্গিতে রচনা সোহেলের কথা বুঝিয়ে দেন। তিনি বলেন, “বাড়ির সব কাজ কর্ম করে দেয়? তিয়াশার বাড়ি তাঁকে সামলাতে হয়, বাংলার ‘মিত্তির বাড়ি’ সামলাচ্ছে, কটা বাড়ি সামলাবে?” রচনার মুখে এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন নায়িকা।