Tollywood Actress News:মধ্যরাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে কলকাতার রাজপথে কিডন্যাপ ও অ্যাসিড হামলার হুমকির শিকার টেলি অভিনেত্রী!

Spread the love

Tollywood Actress News:মধ্যরাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে কলকাতার রাজপথে কিডন্যাপ ও অ্যাসিড হামলার হুমকির শিকার টেলি অভিনেত্রী!

গভীর রাতে মদ্যপ অবস্থায় মাঝ রাস্তায় এক টেলি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয়ের চার ব্যক্তির বিরুদ্ধে! ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে যাদবপুর থানায়।

টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা সরকারকে টেলিভিশনের পর্দায় শেষ দেখা গিয়েছে আকাশ আট-এর ‘পুলিশ ফাইলস’-এর একটি এপিসোডে। বুধবার গভীর রাতে শুটিং ফ্লোর থেকেই ফিরছিলেন তিনি। সঙ্গে ছিল অভিনেত্রীর দুই ছেলে বন্ধুও।

রাত দু’টোর দিকে যাদবপুরের সুলেখা মোড়ের কাছে রাস্তার ধারে একটি ক্যাফেতে গিয়ে বসেন অভিনেত্রী ও তাঁর দুই পুরুষ বন্ধু। এরপর সেখানে চা খেয়ে খাবার অর্ডার দেন তাঁরা। তখন রাত প্রায় আড়াইটে। ঠিক সেই সময় একটি গাড়ি পাশ কাটিয়ে যাচ্ছিল তাঁদের সামনে থেকেই, হঠাৎই সেই গাড়ি থেকে দুই যুবক কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, অভিনেত্রীকে উদ্দেশ্য করে।তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন বলেই উঠছে অভিযোগ।

চলন্ত গাড়ি থেকে এহেন অশ্লীল কটূক্তি করায় প্রতিবাদ করা শুরু করেন অভিনেত্রীর সঙ্গে থাকা দুই বন্ধু। তাঁরা সেই কথা শুনতে পেয়ে গাড়ি ঘুরিয়ে তাঁদের সামনে এসে গাড়ি থামান এবং বাইরে বেরিয়ে চূড়ান্ত অসভ্যতা করেন অভিনেত্রীর সঙ্গে।

এমনকি অভিনেত্রীকে কিডন্যাপ ও মুখে অ্যাসিড ছুঁড়ে মারার মতো হুমকিও দেওয়া হয়। বচসা আরও চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই সময় তাঁর হাত ধরে টানাটানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এমনকী মারধর করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। মধ্যরাত ৩ টে নাগাদ যাদবপুর থানার পুলিশ এসে পৌঁছায়। অভিনেত্রী বাঘাযতীনের বাসিন্দা।

পুলিশের গাড়িতে বসেও ওই দুই যুবকের বিরুদ্ধে অশ্লীল গালিগালাজের অভিযোগ উঠেছে। ঘটনা দুতরফে আপসে মিটিয়ে নেওয়া প্রসঙ্গ উঠলে অভিনেত্রী বলেন “অভিযুক্তদের পরিবার অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়ে বিষয়টা মিটিয়ে নিতে চাইলেও, অভিযুক্তদের ব্যবহারের কোনও তারতম্য দেখা যাচ্ছিল না তখনও।” তাই এই ঘটনায় অভিনেত্রী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁদের বিরুদ্ধে।

অভিনেত্রীর মেডিক্যাল করানো হলে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। জানা গিয়েছে, ওই দুই যুবকের বাড়ি বাঁশদ্রোণীতে। এদিকে দুই অভিযুক্ত পাল্টা অভিনেত্রীর দুই বন্ধুর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন। তবে সেটা ‘ভুয়ো’ বলেই দাবি করেছেন অভিনেত্রী। এবিষয় অভিনেত্রী জানিয়েছেন “তাঁরা লড়তে রাজি আছেন। কিন্তু এরকম অন্যায়ের সাথে আপস করতে কখনওই রাজি নয়।” তবে হুমকি দেওয়া দুই যুবককে আটক করে জেরা করছে পুলিশ।

Leave a Comment