Trina Saha Controversy:“আমার বাংলা খুব খারাপ, বাংলা বর্ণ পরিচয় পড়িয়েছেন প্রথম ধারাবাহিকের প্রযোজক!” – বাঙালি ঘরে বড় হয়েও অভিনেত্রীর মুখে একথা শুনে বেজায় চটেছেন দর্শক

Spread the love

Trina Saha Controversy:“আমার বাংলা খুব খারাপ, বাংলা বর্ণ পরিচয় পড়িয়েছেন প্রথম ধারাবাহিকের প্রযোজক!” – বাঙালি ঘরে বড় হয়েও অভিনেত্রীর মুখে একথা শুনে বেজায় চটেছেন দর্শক

“আমার বাংলা খুব খারাপ! স্নেহাশিস চক্রবর্তীর কাছে কৃতজ্ঞ তিনি আমাকে ‘বর্ণ পরিচয়’ পড়িয়েছিলেন”- অকপট স্বীকারোক্তির জেরে তীব্র কটাক্ষের মুখে অভিনেত্রী তৃণা সাহা

বাংলা টেলিভিশনের অন্যতম সেরা অভিনেত্রী তৃণা সাহা। তিনি একের পর এক ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ ও বড়পর্দায় অভিনয় করেছেন। বর্তমানেও তিনি বেশ জমিয়ে কাজ করছেন ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “পরশুরাম আজকের নায়ক”-এ নায়িকার ভূমিকায়।

Madhumita Sarcar Marriage:দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা, প্রকাশ্যে আনলেন বিয়ের তারিখ!

কিন্তু অভিনেত্রী তৃণা সাহা অভিনয় জগতে বেশ চর্চিত। তাঁর ব্যক্তিগত জীবন ছাড়াও তাঁর অভিনয় দক্ষতা ও তাঁর কথা বলার ধরন নিয়েও তিনি বেশ সমালোচিত দর্শকমহলে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তৃণা সাহাকে সাংবাদিক প্রশ্ন করেন “তাঁকে নিয়ে দর্শক মহলে এখনও চর্চা হয় তিনি নাকি কথা বলতে গেলে স্ট্যামার করেন” অর্থাৎ তোতলায়।

Mamata Shankar -Debleena Dutt:”এই গানের সঙ্গে ‘চন্ডালিকা’র কোন সম্পর্ক নেই,আমার কথাটাই বাদ দিয়ে দেওয়া হল…” দেবলীনার ‘চন্ডালিকা’ বিতর্কে মুখ খুললেন মমতা শংকর!

তিনি তা অকপটে স্বীকার করেন ও বলেন “হ্যাঁ একথা সত্যি! আমি সত্যিই একজন স্ট্যামারার। আমি এখন শিখেছি স্টামারিংকে কিভাবে অভিনয় পরিবর্তন করতে হয়।”

তিনি আরও জানান “যখন তাঁর প্রথম ধারাবাহিক ‘খোকাবাবু’তে অভিনয় করার জন্য ডাক পান তখন নায়িকার যে চরিত্রটা সেখানে করতে হয়েছিল যে কি না খুব তাড়াতাড়ি কথা বলে, খুব ঝগড়া করছে , লাউড একটা চরিত্র! তখন তিনি রীতিমতো ভয় পেয়েছিলেন। ভেবেছিলেন কিভাবে করবেন সেই চরিত্র।”

তিনি এসব কথা বলতে বলতে হঠাৎই বলেন “আমার বাংলা খুব খারাপ! এখনও খুব ভালো হয়নি। শুধুমাত্র এই কৃতিত্বটা আমি একমাত্র প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীকে আমাকে দিতেই হবে। মানুষটা আমাকে বর্ণ পরিচয় পড়িয়েছিলেন।” একথা বলতেই তুমুল সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

Phulki Serial-Devyani:বক্সার থেকে সোজা রাজরাণী! তীব্র রোষের মুখে ধারাবাহিকের চিত্রনাট্য

বাংলায় জন্মগ্রহণ করে বাঙালি পরিবারের সন্তান হয়েও তিনি শুধুমাত্র কাজের সুবাদে বাংলা “বর্ণ পরিচয়” বই চিনেছেন একথা ঠিক মেনে নিতে পারছেন না অনুরাগীরা।

অনেকেরই মতে “তিনি বাংলা ভাষাকে ছোট করতে এরূপ মন্তব্য করেছেন”। আবার অনেকেই বলছেন “ বাংলাটা যখন ভালো করে পারেন না তখন বাংলায় কাজ করা বন্ধ করুন,আপনার থেকে অনেক যোগ্য অভিনেত্রী অভিনয়ের সুযোগ পাচ্ছেন না।”

Debchandrima-Arjun:’আড্ডাটাইমস’-এর হাত ধরে নতুন ওয়েব সিরিজে ফিরছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়

Leave a Comment