Urfi Javed:ঠোঁট মুখ ফুলে একাকার,লিপ ফিলিং করাতে গিয়ে ভয়াবহ পরিণতি উরফির! তুমুল কটাক্ষ নেটপাড়ায়

Spread the love

Urfi Javed:ঠোঁট মুখ ফুলে একাকার,লিপ ফিলিং করাতে গিয়ে ভয়াবহ পরিণতি উরফির! তুমুল কটাক্ষ নেটপাড়ায়

ঠোঁটে একের পর এক ইনজেকশন,ঠোঁট মুখ ফুলে একাকার,লিপ ফিলিং করাতে গিয়ে ভয়াবহ পরিণতি উরফির! তুমুল কটাক্ষ নেটপাড়ায়

প্রত্যেকদিন নানা রকম পোশাক পরে সবাইকে চমকে দেন জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। চর্চায় থাকে তাঁর সমস্ত পোশাকের কেরামতি। অবশ্য চর্চায় থাকতে বরাবরই ভালবাসেন উরফি। তাঁকে নিত্য নতুন অবতারে দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরাও।

ব্লেড থেকে শুরু করে নিজের ছবি দিয়ে তৈরি পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। কখনও তাঁর গলা থেকে থাকে জিন্স, কখনও আবার শরীরে পোশাক বলতে কিছুই থাকে না,কয়েক টুকরো আবরণ ছাড়া। কখনও তিনি ট্রোলিংয়ের শিকার হন, আবার কখনও তিনি প্রশংসা পান। তবে ট্রোলিংকে তিনি কোনো দিনই পাত্তা দেন না।

Arijit Singh:গানের যাদুকর এবার ধরা দিতে চলেছেন নতুন অবতারে! অরিজিৎ সিং পরিচালিত ছবি এবার মুক্তি পেতে চলেছে বড়পর্দায়!

সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে তাঁর মুখের অবস্থা দেখে চমকে উঠেছেন অনেকেই। চোখ, মুখ ফুলে একেবারে ঢোল। হঠাৎ কী হল তাঁর?

উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়ত মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা ঠিক না। এই বিষয়ে নিজের সমাজমাধ্যমের পাতায় উরফি সেই ভিডিও পোস্ট করে জানিয়েছেন, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাব বেশ কিছুদিন পর। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শেই এগোব।”

Writwik Mukherjee Controversy:অভিনেতার অন্তরঙ্গ মুহূর্তের কল রেকর্ডের ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে অকপট স্বীকারোক্তি অভিনেতা ঋত্বিকের

Leave a Comment