Usashi Chakraborty:রিল লাইফ ও রিয়েল লাইফ মিলেমিশে একাকার! সিইও বাইরনের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে উঠে এল ‘জুন আন্টি’ও ‘অনিন্দ্য দা’র সম্পর্ক। কি বললেন ঊষসী চক্রবর্তী?

Spread the love

Usashi Chakraborty:রিল লাইফ ও রিয়েল লাইফ মিলেমিশে একাকার!
সিইও বাইরনের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে উঠে এল ‘জুন আন্টি’ও ‘অনিন্দ্য দা’র সম্পর্ক। কি বললেন ঊষসী চক্রবর্তী?

এখন গোটা দেশ জুড়ে চর্চা চলছে সিইও বাইরনের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা নিয়ে। অনেকে এটা নিয়ে হাসি-মশকরাও শুরু করেছেন। এক মহিলা কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন। আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বাইরন এবং তাঁর সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট।

সম্প্রতি এক কনসার্টে একে অপরকে জড়িয়ে আছেন এমন এক ভিডিও ভাইরাল হয়েছে তাঁদের। যা দেখে সমাজমাধ্যমে রীতিমতো ট্রোলের ঝড়। কেউ কেউ এই বিষয়টিকে নিয়ে মিম তৈরি করছেন। কেউ এপ্রসঙ্গে রেখা, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের ত্রিকোণ সম্পর্ক নিয়ে মজার পোস্ট করছেন। আবার কেউ ফিরে গিয়েছেন স্টার জলসার বহুল চর্চিত ‘শ্রীময়ী’ ধারাবাহিকের সময়ে। এই কাহিনিতে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় ‘শ্রীময়ী’, ‘অনিন্দ্য’ আর ‘জুন’-এর ত্রিকোণ প্রেম তুলে ধরেছিলেন। যা আজও দর্শকদের কাছে জনপ্রিয়।

তবে এই ঘটনার মাধ্যমে দর্শক আবার ফিরিয়ে এনেছেন ‘জুন আন্টি’ ও ‘অনিন্দ্য দা’কে। ‘জুন আন্টি’র চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। এত বছর পর তাঁর অভিনীত চরিত্রের গুরুত্ব এতটুকুও কমেনি।

সম্প্রতি একটি মিম শেয়ার করা হয়েছে সমাজমাধ্যমে। যেখানে একদিকে দেখা যাচ্ছে অ্যান্ডি বাইরন এবং ক্রিস্টিন ক্যাবটকে। অন্যদিকে দেখা যাচ্ছে ‘জুন আন্টি’ ও ‘অনিন্দ্য দা’কে। অভিনেত্রী এই ছবিটি নিজের পেজে শেয়ার করে লেখেন, “সকাল থেকে বিষম খাচ্ছিলাম। এখন এসে কারণটা বুঝতে পরলাম ।
অনিন্দ্যদা আমায় একটু জল দেবে না ?
ইতি
তোমাদের জুনআন্টি”

অভিনেত্রী আরও বলেন, “পরকীয়ার ওজি হল জুন আন্টি। যদিও আমার মনে, এ ক্ষেত্রে কৃতিত্ব সবটাই লীনাদির। সব চরিত্র তো এত জনপ্রিয়তা পায় না। সত্যি তা নিয়ে যে এমন হাস্যকর ছবি পোস্ট হবে ভাবিনি। সত্যিই মজার।”

তবে এত বছর পর বোঝাই যাচ্ছে ‘জুন’ চরিত্রটির এত জনপ্রিয়তা তিনি বেশ উপভোগ করছেন।

Leave a Comment