Writwik Mukherjee Controversy:অভিনেতার অন্তরঙ্গ মুহূর্তের কল রেকর্ডের ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে অকপট স্বীকারোক্তি অভিনেতা ঋত্বিকের

Spread the love

Writwik Mukherjee Controversy:অভিনেতার অন্তরঙ্গ মুহূর্তের কল রেকর্ডের ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে অকপট স্বীকারোক্তি অভিনেতা ঋত্বিকের

বাংলার টেলি অভিনেতা ঋত্বিক মুখার্জী। তিনি বেশ জনপ্রিয় দর্শকমহলে। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “আনন্দী”-তে অভিনয় করছেন নায়কের ভূমিকায় ডাক্তারের চরিত্রে।ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ‘আদিদেব’। তাঁর বিপরীতে অভিনয় করছেন অন্বেষা হাজরা। তাঁদের দুষ্টু মিষ্টি রসায়ন বেশ মন কেড়েছে দর্শকদের।

আরও পড়ুন:Subhashree Ganguly Children:”ইউভান এবং ইয়ালিনির স্বভাবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে”,কে বেশি দুষ্টু? কি জানালেন শুভশ্রী?

অভিনেতা দর্শক মহলে বেশ চর্চিত! তাঁর অভিনয় দক্ষতা ও কঠোর পরিশ্রম নিয়ে তিনি বেশ প্রশংসিত, ঠিক তেমনই একইসাথে বহুল সমালোচিতও তিনি দর্শকমহলে।

তাঁর নামে প্রায়শই উঠে আসে গুঞ্জন। অভিনেতার প্রেম, বিরহ বিচ্ছেদ নিয়ে এর আগেও তিনি উঠে এসেছিলেন বিনোদন জগতের খবরের শিরোনামে।অভিনেতা বর্তমানে বিবাহিত তারপরও বহুবার বহু বিতর্কিত অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এবার তাঁর এক ঘনিষ্ঠ অন্তরঙ্গ মুহূর্তের ৫৬ সেকেন্ডের ভিডিও কল রেকর্ডের দৃশ্য ফাঁস হয়ে যায় সমাজমাধ্যমে। এই নিয়ে প্রথমে তিনি মুখ না খুললেও সম্প্রতি তিনি সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন তাঁর ভাইরাল হওয়া ভিডিওটি মিথ্যে, মর্ফ করে বানানো।

আরও পড়ুন:Anjana Basu Interview:’আপনি সত্যিই টক্সিক মা…’ ট্রোলারদের উদ্দেশ্যে কড়া ভাষায় জবাব দিলেন অভিনেত্রী অঞ্জনা বসু!

তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান “তিনি ধারাবাহিকের রোজ শ্যুটিং থাকায় বেশ ব্যস্ত ছিলেন।প্রথমে সেই ভিডিওটি নিয়ে বিশেষ গুরুত্ব না দিলেও পরে গুরুত্ব দেন। তাঁর ছোটোবেলার কিছু বন্ধু ও ঘনিষ্ঠদের কথায়।”

তাঁর কথায় ভিডিওটি ফেক ভেবে তিনি এড়িয়ে যান। কারণ তিনি জ্ঞানত এরকম কিছু করেননি বলে তাঁর বিশ্বাস। কিন্তু বিপত্তি বাঁধে হঠাৎই! যখন সবাই সেই ভিডিওটিকে আসল ভিডিও বলে ভাবতে শুরু করেন। সেই দেখে তৎক্ষণাৎ তিনি যোগাযোগ করেন সাইবার সেলে। তিনি লিখিত অভিযোগও দায়ের করেন এবিষয়ে।

আরও পড়ুন:Anindya Sarkar:”আমার নাকি বয়স হয়ে গিয়েছে,পরিচালনা করতে পারছি না,এই অজুহাতে কাজ দেওয়া বন্ধ হয়ে গিয়েছে…” ক্ষোভপ্রকাশ অনিন্দ্য সরকারের

তাঁরাও কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।ভিডিওটি যাচাই করে ভিডিওটি মর্ফ এটা বোঝা গেলেও এখনও এর পিছনে কে বা কারা জড়িত তা এখনও তদন্ত সাপেক্ষ। মূল অভিযুক্ত এখনও অধরা।

তাঁর এবিষয়ে কাউকে সন্দেহ হয় কি না প্রশ্ন করা হলে তিনি জানান “তাঁর এধরনের ক্ষতি কেউ করতে পারে বলে তাঁর কোনো ধারণা নেই। তাই শুধু শুধু এরকম একটা নিম্ন রুচিকর কাজের সাথে তিনি শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কারোর নাম উল্লেখ করতে চান না।”

আরও পড়ুন:Sumi Har Chowdhury:মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় পাওয়া গেল টলিপাড়ার অভিনেত্রী সুমি হর চৌধুরীকে

তিনি তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে জানান “ যারা তাঁকে চেনেন, ভালোবাসেন তাঁরা জানেন তিনি ব্যক্তিগত জীবনে কেমন মানুষ। আর যারা চেনেন না তাঁকে ব্যক্তিগতভাবে তাঁদেরকেও তিনি বলেন এসব দেখে বিশ্বাস না করতে।তাঁর স্বপক্ষে যুক্তি দিতে তিনি এও বলেছেন তাঁর বাড়ির কোনো অংশের সাথে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কোনও মিল নেই।”

তবে অভিনেতা ঋত্বিকের নামে এর আগেও উঠেছিল এক গুরুতর অভিযোগের গুঞ্জন। এক নাবালিকা তরুণীকে একান্তে সাক্ষাৎ করতে বলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও সে বিষয়ের সত্যতা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:Piyali Sasmal:”লাইমলাইটে আসার জন্য বা কাজ পেতে শরীর না দেখালেও হয়…” উদ্দাম নাচ সঙ্গে পোশাক নিয়ে কটাক্ষ অভিনেত্রী পিয়ালী শাসমলকে

প্রসঙ্গত সম্প্রতি তিনি ছাড়াও আরেক জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্যরও একটি নগ্ন অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই নিয়ে সাহেব ভট্টাচার্য্যের তরফে কোন মন্তব্য পাওয়া যায়নি এখনও।

আরও পড়ুন:“আমার কারও প্রতি কোন অভিযোগ নেই,কাউকে দোষারোপও করব না…” প্রথমবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

 

 

Leave a Comment