Rahul Banerjee:বড়সড় জালিয়াতির শিকারে রাহুল!চোখের নিমেষেই কত টাকা হারিয়ে ফেললেন অভিনেতা?

Spread the love

Rahul Banerjee:বড়সড় জালিয়াতির শিকারে রাহুল!চোখের নিমেষেই কত টাকা হারিয়ে ফেললেন অভিনেতা?

বড়সড় জালিয়াতির শিকারে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! চোখের নিমেষেই কত টাকা হারিয়ে ফেললেন অভিনেতা?

বর্তমানে সাইবার ক্রাইম, দুর্নীতি সমাজে বেড়েই চলেছে। ছাড় পাচ্ছেন না কোনো মানুষই। তাই সতর্কতার সাথে পা ফেলতে হবে সবাইকে। একটু ভুলের জন্য বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।

Subhashree Ganguly:অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বিচারক হওয়ার যোগ্য কি না, তা নিয়ে চলছে বিস্তর চর্চা

তারকা থেকে সাধারণ মানুষ সবাই এই দুর্নীতির শিকার হচ্ছেন। যার ফলে হারিয়ে ফেলছেন তাঁদের জমানো পুঁজি। এবার জালিয়াতির খপ্পরে পড়লেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ৫৫০০ টাকা হারিয়েছেন তিনি।

সম্প্রতি সমাজমাধ্যমে এমনটাই জানিয়েছেন অভিনেতা। রাহুল লেখেন, “একজন সাইবার অপরাধী আমার সঙ্গে ৫৫০০ টাকা জালিয়াতি করেছে। আমি কলকাতা পুলিশকে রিপোর্ট করেছি এবং ১২ ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত পেয়েছি। গল্ফ গ্রিন থানা এবং এসএসডি সাইবার সেলকে অসংখ্য ধন্যবাদ সাহায্য করার জন্য।”

Amaal Mallik:”মুসলিম বলেই…” জীবনের কোন যন্ত্রণার কথা জানালেন অমাল মালিক?

কিন্তু কিভাবে এমন ঘটনার সম্মুখীন হতে হল তাঁকে? ঠিক কি ঘটেছিল?

অভিনেতা বলেন, “সদ্য একটা গাড়ি কিনেছি। তাই অচেনা নম্বরে একটা ফোন আসায় তড়িঘড়ি ধরে নিই। তারা জানায়, গাড়ির কিছু ইন্সুরেন্সের জন্য ৫৫০০ টাকা লাগবে। ওদের কথা প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয়। তাই টাকাটা দিয়ে দিই। পরে যখন গাড়ির কোম্পানির সঙ্গে যোগাযোগ করি, তখন জানতে পারি ওদের এরকম কোনও স্কিমই নাকি নেই। বুঝতে পারি জালিয়াতি হয়েছে আমার সঙ্গে। তখনই থানায় যোগাযোগ করি এবং পরে টাকাটা ফেরত পাই।”

Sayak:নিজের কোন অসুস্থতার কথা জানালেন সায়ক?

তিনি আরও বলেন,”এক্ষেত্রে একটা বিষয় আশ্চর্যের লাগল। নম্বরটি ছিল একজন ডেলিভারি বয়ের। যার সঙ্গে এই জালিয়াতির সংস্থার কোনও সম্পর্ক নেই। কিন্তু তাঁর নম্বরটি ব্যবহার করে এই কাজ করা হয়েছে। এর ফলে আমার যেমন টাকা চোট গিয়েছে, তেমনভাবেই তো ওই নির্দোষ ছেলেটিও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে অজান্তেই। কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে চিরতরে, তার উপায় সত্যিই জানা নেই। এতদিন ভাবতাম আমি খুব চালাক, এসবের খপ্পরে কোনওদিন পড়ব না। কিন্তু আমিও শেষমেশ বোকা হয়ে গেলাম।”

Prosenjit Chatterjee Controversy:ফের বিতর্কের মুখে বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Leave a Comment