Saheb Bhattacharya:সম্প্রতি অভিনেতা সাহেব ভট্টাচার্যের ন/গ্ন ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় নেটমহল! সত্যিই কি অর্থের লোভ নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারসাজি?

Spread the love

Saheb Bhattacharya:সম্প্রতি অভিনেতা সাহেব ভট্টাচার্যের ন/গ্ন ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় নেটমহল! সত্যিই কি অর্থের লোভ নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারসাজি?

সম্প্রতি অভিনেতা সাহেব ভট্টাচার্যের ন/গ্ন ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় নেট মহল! সত্যিই কি অর্থের লোভ নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারসাজি?

টেলি অভিনেতা সাহেব ভট্টাচার্য। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার “কথা” ধারাবাহিকে নায়কের ভূমিকায়। ‘কথা’ ও ‘এভি’ জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে।

Gourab Chatterjee:মহানায়কের উত্তরসূরি হওয়া সত্ত্বেও বাল্যবেলা কেটেছে বেশ দারিদ্রে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের!

তিনি তাঁর কর্মজীবনের শুরুর দিকে বাংলার জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা “সা রে গা মা পা”-এর মঞ্চে সঞ্চালক হিসেবেও কাজ করেন। তিনি পরে একের পর এক বড়পর্দায়, ছোটপর্দায়, ও ওয়েব সিরিজে কাজ করে চলেছেন। অভিনেতাকে মডেল হিসেবেও দেখা গেছে বহুবার।

এমনিতেই অভিনেতা সাহেব ভট্টাচার্য বরাবরই বেশ চর্চিত।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর ন/গ্ন ভিডিও কলের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। তা দেখে হতবাক হয়েছেন অনুরাগীরা। তাঁদের প্রিয় অভিনেতার এরূপ ভিডিও তাঁরা কখনওই আশা করেননি।

Kartik-Anwesa:ভারী চেহারা বলে কটাক্ষ! কার্তিক আরিয়ানের আগামী ছবিতে নায়িকা হতে চলেছেন ‘সোহাগ’ ওরফে অন্বেষা?

ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে অভিনেতার মুখ স্পষ্ট। ভিডিওটি ৮ মিনিটের দীর্ঘ। অনেকে তাঁর সেই ভিডিওর কিছু অংশ স্ক্রিনশট আকারে পোস্ট করে লিখছেন “তোমার শরীর তুমি দেখিয়ে ইনকাম করতেই পারো তাতে কোনও দোষ নেই,দোষ হল অতিরিক্ত টাকার লোভে অসতর্ক হয়ে পরা, যদিও এখন পুরো দোষ AI দাদার হবে। মুম্বাইতেও টেলি অভিনেতারা এসব করে ইনকাম করে, এখন বাংলাতেও শুরু হয়েছে।হয়ত অনেক আগেই শুরু হয়েছে প্রকাশ পেতে দেরি হল।”

Rahul Banerjee:বড়সড় জালিয়াতির শিকারে রাহুল!চোখের নিমেষেই কত টাকা হারিয়ে ফেললেন অভিনেতা?

প্রসঙ্গত বর্তমানে এই ভিডিওটি আসল কি নকল (AI দ্বারা নির্মিত) ভিডিও কি না তা যাচাই করছে সাইবার সেল ডিপার্টমেন্ট-এর আধিকারিকরা।

প্রসঙ্গত অভিনেতার বাবা বাংলার বিখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্য। অভিনেতা এর আগেও বিতর্কের সম্মুখীন হয়েছেন বহুবার। তাঁর মধ্যে গুরুতর আইনি জটিলতার মধ্যে তিনি পড়েছিলেন ২০১৭ সালে।

Amaal Mallik:”মুসলিম বলেই…” জীবনের কোন যন্ত্রণার কথা জানালেন অমাল মালিক?

জানা যায় তাঁর তৎকালীন প্রেমিকা অভিনেত্রী সোনিকা চৌহান অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে গাড়িতে করে মদ্যপ অবস্থায় ছিলেন। সেসময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে অভিনেত্রী তথা সাহেবের প্রেমিকা প্রয়াত হন।সেই সময়ও অভিনেতাকে বেশ জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল।

Subhashree Ganguly:অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বিচারক হওয়ার যোগ্য কি না, তা নিয়ে চলছে বিস্তর চর্চা

Leave a Comment