Jaya Bachchan:”শুধুমাত্র ইনি অমিতাভ বচ্চনজির স্ত্রী বলে…” জয়া বচ্চনকে নিয়ে জোরদার কটাক্ষ কঙ্গনা রানাউতের। সোশ্যাল মিডিয়ায় ‘মারকুটে মুরগি’র সাথে তুলনা জয়া বচ্চনের!

Spread the love

Jaya Bachchan:”শুধুমাত্র ইনি অমিতাভ বচ্চনজির স্ত্রী বলে…” জয়া বচ্চনকে নিয়ে জোরদার কটাক্ষ কঙ্গনা রানাউতের। সোশ্যাল মিডিয়ায় ‘মুরগি’র সাথে তুলনা জয়া বচ্চনের!

ক্যামেরার সামনে দিনের পর দিন অভিনয় করে দর্শকদের সেরার সেরা ছবি উপহার দিয়েছিলেন যে অভিনেত্রী, তিনি আজ ক্যামেরার সামনে নিজস্বী তুলতে গিয়ে হারাচ্ছেন নিজের মেজাজ! বারেবারেই একাধিক বিতর্কের সঙ্গে নাম জড়িয়েছে অমিতাভ পত্নী জয়া বচ্চনের।

ক্যামেরার সামনে অভিনয় করে নিজের ক্যারিয়ার তৈরি করে থাকলেও ছবি তোলার জন্য কেউ ক্যামেরা হাতে সামনে এলেই মেজাজ ধরে রাখতে পারেন না জয়া বচ্চন। এর আগেও এই কারণে একাধিকবার কটূক্তি শোনা গিয়েছে, জয়া বচ্চনের মুখে। কিন্তু এবারে এক দলীয় কর্মীর উপরেই ঝাঁঝিয়ে উঠলেন তিনি, মারলেন সজোরে ধাক্কা!

আরও পড়ুন:Susmita-Srijit:”খুঁটি ধরে উঠতে হলে প্রথমেই সেটা করতাম। এত বছর পর সৃজিতের সঙ্গে বন্ধুত্ব করতাম না…” অনবরত কটাক্ষ,সৃজিতের সাথে সম্পর্ক খোলসা করলেন সুস্মিতা!

এই ঘটনা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতেই জয়া বচ্চনকে ‘মারকুটে মোরগ’ বলে খোঁচা দিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। বর্তমানে জয়া বচ্চন ভারতের পার্লামেন্টে রাজ্যসভার সদস্য। এই মুহূর্তে সংসদে চলছে বাদল অধিবেশন। সমাজবাদী পার্টির অন্যতম মুখ জয়া বচ্চন এখন দিল্লিতে রয়েছেন।

সম্প্রতি সেখানেই এক দলীয় কর্মীর উপর চিৎকার করে ওঠেন এবং সজোরে ধাক্কা মারেন তাঁকে। ঐদিন জয়া বচ্চনের পরনে ছিল হালকা লাল রঙের শাড়ি ও ব্লাউজ আর মাথায় সমাজবাদী পার্টির ওই রঙের টুপি। দলীয় কর্মীকে ধাক্কা মারায় পা টলে যায় সেই কর্মীর। ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও চোখে পড়তেই জোর কটাক্ষ ধেয়ে আসে কঙ্গনার।

সমাজমাধ্যমের সেই ভিডিও দেখে তার প্রতিচ্ছবি শেয়ার করেন কঙ্গনা রানাউত। তিনি লেখেন, “এই হল সবচেয়ে বিকৃত ও সুবিধাপ্রাপ্ত মহিলা। মানুষ ওঁর বোকা বোকা বদমেজাজ সহ্য করেন, শুধুমাত্র ইনি অমিতাভ বচ্চনজির স্ত্রী বলে।”

আরও পড়ুন:Dev-Subhashree:ছবি মুক্তির আগে আবারও কাছাকাছি দেব-শুভশ্রী! একসঙ্গে কালী মন্দিরে কোন মানতের উদ্দেশ্যে জনপ্রিয় ‘চ্যালেঞ্জ’ জুটি?

এমনকি জয়া বচ্চনের মাথার লাল রঙের টুপি দেখে ‘মোরগের ঝুঁটি’র কথা উল্লেখ করেছেন অভিনেত্রী। এমনকি ঝগড়া করার সময়কে উল্লেখ করে জয়া বচ্চনকে ‘মারকুটে মোরগ’ বলে খোঁচাও দেন তিনি। কঙ্গনার এই মন্তব্যসূচক পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একাধিকবার বিতর্কের মুখ হয়ে ওঠা জয়া বচ্চনের বিরুদ্ধে বর্তমানে অনেকেই কঙ্গনার সাথে সহমত প্রকাশ করেছেন।

Leave a Comment